Home Blog Page 833

RMG & ‘Security’ Concern: Some buyers get new tool to cut prices

apparel

Some unscrupulous international retailers are taking advantage of security concerns after the July 1 Gulshan cafe attack to lower prices of apparel items, The Daily Star has learnt, talking to more than a dozen garment exporters.     Soon after the attack, retailers either suspended or cancelled their trips to Dhaka. With the government coming down hard on militancy, many of them resumed their business trips in recent months. But some of the retailers continue to use “security” as a tool to cut down garment prices further, said industry insiders. “Lower price is not the only setback that we are facing now”, said a mid-level knitwear exporter, who neither wanted to be named nor to disclose the identity of his retailer. Retailers are asking manufacturers to hold meetings in a third country such as Hong Kong, Singapore, Germany, Thailand or India for placing work orders. This means travel expenses borne by local manufacturers would add to their production costs.“One of my US retailers offered me $3.5 for a woven shirt last month, which was sold at $5 before the Holey Artisan cafe attack,” said another exporter, seeking anonymity. The security situation appeared to have given them an “edge” to bargain, he said, adding that the price was finally fixed at $4.5 after a lengthy negotiation.The reduction of price to $4.5 from $5 meant 10 percent less per piece of shirt whereas the profit range on the value of Freight on Board (FoB) varies between 2 and 7 percent, the manufacturer said. “It means that I have been sending goods at loss. And I have been doing so only for running my business and with a hope of profit in the future,” he said. That is how garment businesses go. They don’t complain against these opportunists. “Compromise is the solution for us. We need orders to keep the wheel moving,” quipped a sweater manufacturer from Gazipur. Moreover, the cost of doing business is rising by at least 15 percent every year. Recently, it has gone up significantly for upgrading compliance standards recommended by the engineers of the Accord and Alliance, he said. Siddiqur Rahman, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association, said it may be true that retailers are offering prices much lower than usual on security grounds, but no garment maker has complained to the BGMEA about it. The leader of the garment makers’ platform cited devaluation of the pound against US dollar and appreciation of the local currency against the US dollar as a major reason for the drop in prices of garment items in the US market. Buyers from the US, Bangladesh’s single largest export destination, are now cautious about purchasing apparel items from Bangladesh, as there could be changes in US trade policies after the November 8 election, he noted. “The US retailers have recently decreased the volume of purchase of apparel items. This is one of the major reasons behind the fall in prices of garment items.”Besides, the pound fell to $1.18 from $1.45 following the Brexit vote on June 23 this year, said Rahman.“This is another major reason behind the decline in prices of garment items in UK markets,” he noted. After the US and Germany, the UK is Bangladesh’s third largest export destination, accounting for 11.13 percent of the total shipments. In fiscal 2015-16, Bangladesh exported goods worth $3.80 billion to the UK, registering a 6.01 percent year-on-year growth, according to Export Promotion Bureau data. Garment items account for 80 percent of the total shipments to the UK a year. The slump in the pound means British consumers will have to pay more for the same basket of goods. This may lead them to cut back on their expenditure.Bangladeshi exporters are getting less money, as the local currency appreciated against the greenback. Previously, the exporters could draw nearly Tk 80 against a US dollar, but now it has declined to around Tk 77 a dollar, Rahman said. KI Hossain, president of Bangladesh Garment Buying House Association, echoed the BGMEA chief’s view.He said retailers are offering lower prices also because of the fall in retail prices of garment items in the US markets. “But, it’s true that retailers are still asking local manufacturers to hold meetings in a third country for placing work orders,” Hossain said. Faruque Hassan, managing director of leading garment exporter Giant Apparels Ltd, said, “We are failing to make retailers understand that local manufacturers are in a bad shape due to the fall in prices of garment items.” “A few days ago, we, in presence of an influential minister of the Netherlands, urged international retailers to give us fair prices for apparel items. “If we cannot deliver goods within the shortest possible time, we have to face order cancellation, or give discount or pay for expensive air shipments,” he said.“We are in trouble because the consumers in the West are spending less on apparel items nowadays. They are spending more on other items such as mobile phones and apps. ”As a result, apparel export may face major challenges in the future. For example, export of garment items from China, the largest apparel supplier worldwide, has not seen any increase over the last couple of years, he pointed out. In 2015, sales of apparel items declined by 7.8 percent year-on-year due to their low demand in the Western countries.

Denim Expo to begin on November 8

bd denim

The two-day mega expo will be held at the International Convention City Bashundhara and a total of 55 exhibitors from 15 countries will display their latest trends in fashion of denim products, according to a press release.The expo will open at 11am and remain open to 7pm only for the invited guest and visitors, who are registered with show.“Natural Denim” is the theme for this edition, which will provide the opportunity to the visitors to make business connections and at the same time to learn new concepts of denim trade, denim innovation, strategy and manufacturing, said the release.Over 5000 visitors including buyers, brand representatives, CEOs, sourcing managers, manufacturers, merchandisers and denim connoisseurs from the USA, the UK, Germany, Italy, France, the Netherlands, Turkey, Spain, Belgium, Sweden, the UAE, Vietnam and China are expected to join the show. Those exhibitors will going to show their product availability and brand value acknowledge to the world.Multiple special events of live demonstration will be held on Bangladesh Denim Expo, including natural indigo dye by Living Blue which frames and processes natural indigo known as “Bengal Indigo”, and hand loom machine for salvage denim & hand scrapping.There will have two discussions on “Improving the unit economics of RMG Manufacturing industry” and “Choose the right way of denim washing” in the show. There also will have panel discussions-“$50 billion export from RMG by 2021, Innovation, the Strategic Business Driver, Branding Bangladesh through Denim and Investment in Denim Sector of Bangladesh and a technical workshop styled “Total Quality Assurance: A Value Proposition”.

আরও ছয় পোশাক কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যাকর্ড

accord

নতুন করে ছয়টি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার সেফটি ইন বাংলাদেশ। সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকায় গত মাসের শেষ সপ্তাহে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অ্যাকর্ড। এতে করে জোটের অধীনে থাকা ব্যর্থ কারখানার সংখ্যা বা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে এমন কারখানার সংখ্যা গিয়ে ৫৯-এ দাঁড়াল।

কর্মপরিবেশের উন্নয়নে ব্যর্থ কারখানার তালিকায় যুক্ত হওয়া ছয় প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের। সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জের অথেনটিক নিটওয়্যার লিমিটেড, ফেয়ার কটন (প্রাইভেট) লিমিটেড ও টাইম নিটওয়্যার (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রামের গোল্ডমার্ট অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড, ইন্টারকেয়ার লিমিটেড এবং মিথুন নিটিং অ্যান্ড ডায়িং। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশের উন্নয়নে গঠিত অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে এইচঅ্যান্ডএম, সিঅ্যান্ডএ, নেক্সট, ম্যাঙ্গো, ইন্ডিটেক্স, টেসকোসহ বিশ্বখ্যাত দুই শতাধিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। যেসব কারখানার সঙ্গে অ্যাকর্ড ব্যবসায়িক ছিন্ন করেছে, তারা জোটের চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের পোশাক তৈরির ক্রয়াদেশ পাবে না।

অন্যদিকে অ্যাকর্ডের সদস্য কারখানার মধ্যে এখন পর্যন্ত ৩০টি প্রতিষ্ঠান সব ধরনের সংস্কারকাজ শেষ করে সনদপত্র পেয়েছে। গত মাসে তিনটি কারখানা এই স্বীকৃতি পেয়েছে। সেগুলো হচ্ছে সাভারের রেডিয়েন্স জিনস লিমিটেড, ঢাকার বাড্ডার পেনিনসুলা ড্রেসেস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড। অ্যাকর্ডের পাশাপাশি উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে কাজ করছে। এই জোট এখন পর্যন্ত ১০৪টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি, টার্গেটসহ ২৯টি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান।

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

সরকার ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের সরকারি উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশে সফররত ডিএফআইডির মহাপরিচালক ডেভিড কেনেডির নেতৃত্বে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকসহ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডিএফআইডির মহাপরিচালক বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাদেশ। আগামী দিনগুলোয় আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। এ কারণে এখানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোয় আগ্রহী যুক্তরাজ্য। এ অবস্থায় আমরা বাংলাদেশ সরকার ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। বিনিয়োগের জন্য আদর্শ স্থান হয়ে উঠেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যাচ্ছে দেশটি। দেশে বর্তমানে যুক্তরাজ্যের দুই শতাধিক প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। এসব প্রতিষ্ঠান সফলভাবেই বাণিজ্য পরিচালনা করছে। বিশেষত তৈরি পোশাক ও কৃষিভিত্তিক শিল্পতে সরাসরি বিনিয়োগ করতে চায় দেশটি। এজন্য সরকার ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে যুক্তরাজ্য।

মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকেও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়ে দেশটিকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ উদার নীতি গ্রহণ করেছে। যে কোনো বিদেশী প্রতিষ্ঠান ১০০ ভাগ মূলধন বিনিয়োগ করতে পারবে এবং প্রয়োজনে মূলধন ও মুনাফা নিয়ে যেতে পারবে। সরকারের এ ধরনের উদার নীতির কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না।

তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ভালো বন্ধু, ব্যবসায়িক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিন দিন বাড়ছে। বাংলাদেশকে অস্ত্র ছাড়া সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাজ্য। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই ইতিবাচক অবস্থানে রয়েছে। গত বছর বাংলাদেশ যুক্তরাজ্যে রফতানি করেছে ৩ হাজার ৮০৯ দশমিক ৬৯ মিলিয়ন ডলার মূল্যের পণ্য, একই সময়ে পণ্য আমদানি করেছে ২৭৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার মূল্যের। অর্থাত্, বাংলাদেশের পক্ষে উদ্বৃত্ত বাণিজ্যের পরিমাণ ৩ হাজার ৫৩৩ দশমিক শূন্য ৯ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৬৫৭ দশমিক ৮৪ মিলিয়ন ডলার বেশি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের বর্তমান রফতানি ৩৪ দশমিক ২৪১ বিলিয়ন ডলার। ২০২১ সালে দেশের ৫০ বছর পূর্তিতে এ রফতানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন ডলারে। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাত থেকেই আসবে ৫০ বিলিয়ন ডলার। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী সরকারও বর্তমানে নতুন নতুন পণ্য বিদেশে রফতানিতে বিশেষ উদ্যোগ গ্রহণ ও নগদ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে উদ্যোগ নেয়া হয়েছে রফতানির বাজার সম্প্রসারণের। এ বিষয়ে যুক্তরাজ্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

ব্যবসার জন্য যুক্তরাজ্যের দরজা খোলা থাকবে: ব্রিটিশ হাইকমিশনার

duty-free access

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক l প্রথম আলোইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও ব্যবসার জন্য যুক্তরাজ্যের দরজা খোলা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। বাংলাদেশে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত এক ভোজসভায় ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন। তবে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) আওতায় সে দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি ওই কূটনীতিক।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য কোনো ‘জিরো সাম গেম’ (যেখানে এক পক্ষ সুবিধা পায়) নয়। ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আমি দুই দেশেই সমৃদ্ধি আনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন, দুই দেশের ব্যবসায়িক ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।’ রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ভোজসভার আয়োজন করে ফিকি। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যালিসন ব্লেক, যিনি গত জানুয়ারিতে বাংলাদেশে হাইকমিশনার হয়ে এসেছেন। ব্রিটেনের ইইউ ত্যাগ বা ব্রেক্সিট বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এখানে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের অর্থনীতি মৌলিকভাবে শক্তিশালী। এটা ভাবার অনেক কারণ আছে যে ইইউর বাইরে থেকেও যুক্তরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি বলেন, ‘ইইউ ছাড়ার পর আমরা আমাদের দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের কাঠামো নিজেরাই ঠিক করতে পারব। এমনকি তা আরও উদার হতে পারে। ব্রিটেন আগের মতোই বৈশ্বিক মানসিকতার, নমনীয় ও বড় চিন্তার দেশ হিসেবে থাকবে।’

বক্তব্যের শুরুর দিকে ব্রিটিশ হাইকমিশনার গত জুলাইয়ে গুলশানে জঙ্গি হামলার ঘটনার কথা উল্লেখ করে বলেন, একটি দেশে বিনিয়োগ টানতে হলে দেশটির পরিস্থিতি স্থিতিশীল এবং সেখানে বিনিয়োগ নিরাপদ—এই আস্থা তৈরি করতে হয়। জুলাইয়ের ঘটনায় পুরো বিশ্ব ধাক্কা খেয়েছিল। এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বৈশ্বিক সন্ত্রাসবাদীরা বাংলাদেশ পর্যন্ত তাদের হাতকে বিস্তৃত করেছে। এ ঘটনার পর বিদেশি নাগরিক, এমনকি ক্রিকেট খেলোয়াড়দের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান অ্যালিসন ব্লেক। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, আস্থা ফিরছে। কিন্তু নিরাপত্তাব্যবস্থা শিথিল করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়েছে কি না, তা বলার মতো সময় আসেনি।

বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এ বছর বাংলাদেশ বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে দুই ধাপ উন্নতি করেছে। তবে এখনো ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম অবস্থানেই পড়ে আছে। তিনি বলেন, একটি দেশে বিদেশি বিনিয়োগকারীরা ভালো করলে অন্যরা আসতে উৎসাহিত হয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিসংখ্যানও তুলে ধরেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বলেন, যুক্তরাজ্য এ দেশে দ্বিতীয় বড় বিনিয়োগকারী। বাংলাদেশের মোট বিদেশি বিনিয়োগের ১৩ শতাংশ এসেছে যুক্তরাজ্য থেকে, যা প্রায় ৩২ কোটি ডলার। ২০০টির বেশি ব্রিটিশ কোম্পানি এ দেশে কাজ করছে। যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানি খাতের তৃতীয় প্রধান বাজার। তিনি বলেন, ‘আমাকে এখানে পাঠানো হয়েছে এ দেশে যুক্তরাজ্যের রপ্তানি বাড়াতে। কিন্তু আমার জন্য এটা দুর্ভাগ্যজনক যে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য দৃঢ়ভাবে বাংলাদেশের পক্ষে।’

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ব্রিটিশ সরকার সে দেশের সাংসদ রুশনারা আলীকে দায়িত্ব দিয়েছে এবং তিনি শিগগিরই বাংলাদেশে আসবেন বলে উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফিকির সভাপতি রূপালী চৌধুরী ইংল্যান্ড ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে আসার জন্য ধন্যবাদ জানান। গুলশানের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বকে একটি শক্ত বার্তা দিতে পেরেছি যে এ দেশে ব্যবসা-বাণিজ্য আগের মতোই চলছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।’ নির্বাহী পরিচালক জামিল ওসমান, নির্বাহী কমিটির সদস্য এডউইন বোলস অনুষ্ঠানে বক্তব্য দেন। অতিথি হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা এবং ফিকির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করতে চায় টাটা

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করতে চায় টাটা

বাংলাদেশে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (ইজেড) করতে আগ্রহী ভারতের বৃহৎ শিল্প গ্রুপ টাটা। মূল ব্যবসা মোটরগাড়ি ও বিভিন্ন পণ্য উৎপাদন করে শুল্কমুক্ত সুবিধায় ভারতে রফতানিই এ অঞ্চল প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য। অন্যান্য দেশে রফতানিতেও একই সুবিধা নিতে চায় কোম্পানিটি। এ অঞ্চল স্থাপনের বিষয়ে আলোচনা চূড়ান্ত করতে টাটা স্টিল এসইজেডের ব্যবস্থাপনা পরিচালক অরুণ মিশ্র আগামী সপ্তাহে ঢাকায় আসছেন।

টাটার মতো বড় গ্রুপকে বিনিয়োগের ব্যবস্থা করে দিতে আগ্রহী বাংলাদেশও। এ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সমকালকে বলেন, টাটাকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। দেশের যেখানেই তারা বিনিয়োগের জন্য সুবিধা মনে করবে, সেখানেই তাদের এসইজেড করার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় অন্যান্য অবকাঠামো সুবিধা দিতে কার্পণ্য করা হবে না। তিনি বলেন, টাটার মতো বিখ্যাত গ্রুপ এ দেশে ইজেড করলে বিনিয়োগ পরিবেশ নিয়ে ইমেজ সংকট অনেকটাই কেটে যাবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদকে এ দেশে টাটার বিনিয়োগ আনতে বিশেষ ভূমিকা রাখতে অনেক আগে থেকেই বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

বিনিয়োগে গতি ফেরাতে ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বেজার বোর্ড সভায় এ পর্যন্ত সরকারি ৫৬টি ইজেডের অনুমোদন দেওয়া হয়েছে। বেসরকরি খাতে প্রাক-যোগ্যতা যাচাই লাইসেন্স পেয়েছে ১১টি অঞ্চল। পাইপলাইনে রয়েছে আরও একাধিক। এর বাইরে চীন, জাপান ও ভারতকে ইজেড নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত করা হয়েছে। এজন্য সমঝোতা চুক্তি সই হয়েছে।

ভারতের সবচেয়ে বড় শিল্প গ্রুপ টাটা বিশ্বের অন্যতম বড় বহুজাতিক কোম্পানি। একশ’ বছরের বেশি পুরনো এ গ্রুপ বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান কিনে বিশ্ববাণিজ্যে পরিচিতি পেয়েছে। টাটা গ্রুপের অধীনে গাড়ি, স্টিল, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ ৩০টি প্রতিষ্ঠান রয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে গ্রপের রাজস্বের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার। কর্মকর্তা-কর্মী আছেন সাত লাখের মতো। বাংলাদেশে টাটার বড় বিনিয়োগ আনতে এবং ইজেড প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে মূল যোগাযোগ করছে নবগঠিত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)। দু’মাস ধরে এ বিষয়ে যোগাযোগ চালিয়ে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ঢাকায় আসছেন টাটার এসইজেডের ব্যবস্থাপনা পরিচালক অরুণ মিশ্র। তবে কোথায়, কী ধরনের ইজেড করবে, এ বিষয়ে প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি সূত্র।

জানতে চাইলে বিআইডিএ পরিচালক তৌহিদুর রহমান খান সমকালকে বলেন, কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন টাটা কর্তৃপক্ষের সঙ্গে তাদের নিয়মিত ই-মেইল ও টেলিফোনে যোগাযোগ হচ্ছে। এসব যোগাযোগে এ দেশে একটি বৃহৎ আকারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সুবিধা-অসুবিধা জানতে চেয়েছেন তারা। সেসবের জবাব দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে নীতিনির্ধারণী পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। এসইজেড প্রতিষ্ঠায় বিস্তারিত নিয়ে ১০ নভেম্বর বৈঠক হবে। বৈঠকে বেজাসহ সংশ্লিষ্ট সেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Leathertech 2016 begins today

leathertech 2016 begins today

A three-day Leathertech Bangladesh begins today at the Bashundhara Convention City in the capital to showcases machinery related with tanning, finishing, footwear and leather wear such as leather processing machineries, leather shaving machineries, polishing and die cutting machineries, sewing, trimming and last making machineries. “The 4th edition of the exposition styled “LEATHERTECH Bangladesh- 2016” is being jointly organised by ASK Trade and Exhibitions Pvt Ltd. The fair will remain open from 11:00am to 7:00pm every day for all,” said the organisers at a press conference held in the city yesterday.” Some 250 exhibitors from Bangladesh, China, India, Turkey, Egypt, Sri Lanka, Italy, Singapore, Japan, Germany, UK, Vietnam, Taiwan, Hong Kong, Korea will showcase machinery for tanning leather, manufacturing footwear and leather goods along with components, dyes and chemicals, accessories and allied products. India and China will have two large pavilions at the event. Addressing the press conference, Director of ASK Trade and Exhibitions Pvt Ltd Nanda Gopal K said: “The leather industry, which is eyeing US$5 billion export in next few years, is set to be the next to RMG sector. Although it’s an ambitious target by all parameters, it is very much possible to achieve the target. It reflects an opportunity as well as the challenges too.’’ Leather goods and Footwear Manufacturers and Exporters Association of Bangladesh (LFMEAB) is providing lead supporter to the exhibition, while the strategic partners of the event are Centre of Excellence for Leather Skill Bangladesh Ltd (COEL).

Cotton farming in Barendra area can reduce reliance on import

Cotton

Bangladesh can reduce cotton import by replacing tobacco cultivation with cotton farming in shoal areas and unused land in Barendra region of North Bengal. Speakers came up with the observation at a seminar titled “Boosting Cotton Cultivation in North Bengal: Problem and Prospects” held at Diaz Hotel Seminar Hall, Uttara EPZ, Nilphamari. The seminar was organised jointly by the Cotton Development Board (CDB), Department of Agriculture Extension (DAE), Zerin Tex, RMG Chronicle and Nilphamari Chamber of Commerce and Industries (NCCI). According to Bangladesh Cotton Development Board (BCDB), there are about 1,50,000 hectares of unused land in Barendra area in North Bengal while 60,000 hectares are being used for tobacco cultivation. “Bangladesh can produce nearly 2.0 million bales of cotton locally which can meet one third of the demand the country has for the apparel industry,” Md Farid Uddin, executive director, BCDB, said in his keynote presentation. As the second largest consumer, Bangladesh consumes 61 lakh cotton bales, of which 1.5 lakh are produced locally. “We would like to replace tobacco cultivation with that of cotton as the country has a huge demand for it.” The cotton cultivation has no bad impact, which, on the other hand, exists in tobacco farming. The reason why farming cotton in northern area is advantageous is its geographical feature, i.e. char area, and dry weather, plus congenial atmosphere to agroforestry, said Farid. Urging farmers to cultivate cotton, the BCDB top brass said there is no risk selling cotton as its demand is very high. “We have a litany of farmers and the government is providing financial support for them.” Long growing period, high input cost, climate change impact, especially erratic rainfall, price volatility, lengthy return of investment, lack of grading system and dependency on a handful of private cotton-ginners are challenges towards boosting cotton cultivation. Farmers present at the seminar urged the government to invent such a variety of cotton that takes shorter period of time to grow and harvest, or else initiatives will end up in failure. The cotton development board is working on introducing a high-yield variety to bring benefits to the growers. The discussants stressed the necessity for higher production of fibre which could add more value to the country’s ready-made garments. In his address, Zerin Tex Chief Executive Officer Juber Alam said Bangladesh was once self-sufficient in cotton production as it produced the world best cotton, namely Muslin. He urged CDB to search out local seeds to boost cotton production locally. RMG Chronicle Editor Mohammad Ali was, among others, present at the seminar.

Govt to review PSB plea to include RMG workers

rmg wroker

The Ministry of Finance (MoF) has formed a high-powered committee to review a proposal to include readymade garment (RMG) workers in the ‘micro-savings programme’ now being operated for the members of ‘One Home, One Farm’ project. Officials said Palli Sanchay Bank (PSB), which operates the programme, made the proposal to encourage the RMG workers in developing saving habits. But Bangladesh Bank argued that the bank, which is dedicated to operate in the rural areas, cannot operate in the urban areas where the RMG workers live in. The government has formed the committee to review the PSB proposal to include RMG workers in the scheme, PSB chairman Mihir Kanti Majumder told the FE. Officials said the committee would prepare a concept paper suggesting whether the micro-savings scheme should be launched for the RMG workers, and the provisions of the Palli Sanchay Bank (PSB) Act needed to be revised to facilitate its operation by the bank.   The concept paper would also suggest formation of a co-operative society. Besides, the Department of Co-operative Society would prepare a separate concept paper on the scheme. “We have decided to prepare the concept papers to find ways and means of launching the scheme,” a high official told the FE. The committee has been asked to submit the concept paper to the Bank and Financial Institutions Division as early as possible. Earlier in a letter to the MoF, Bangladesh Bank had communicated a different view that it is out of purview of a specialised bank like PSB, which was established only to provide banking services to the poor and underprivileged section of the people specially living in rural areas. It said the bank has got licence for carrying out banking activities in rural areas, not in urban domain. It will work only for the welfare of the members of the ‘One Home, One Farm’ scheme. The central bank pointed out that most of the garment factories are located in the urban areas and the workers live near the factories. Thus, neither the apparel factories nor their workers fall within the purview of the PSB. It also pointed out that the cash incentives are being given to apparel factory owners to support their business. But, they would not agree to pay 50 per cent of the amount to the workers’ welfare fund. The government has formed the bank by converting the ‘One Home, One Farm’ project and turned each of the offices of the association under the project into branches. Prime Minister Sheikh Hasina inaugurated 100 branches of the bank at a time through video conference on June 22 this year. The bank is to work with the members of the associations for their welfare through collecting deposits and providing loans for investment in businesses. The bank encourages the association members to deposit savings, and provides loans with or without collateral at less than 10 per cent rate of interest. At present, there are some 40,101 associations under the project with around 2.4 million members-their savings reached over Tk 7.0 billion so far. An official at the MoF said the PSB in a letter to the ministry proposed to include four million readymade garment (RMG) workers in the micro-savings programme to help develop their savings habit. He argued that it would help bring the RMG workers directly in the financial sector, and facilitate the workers to bring changes in their lifestyle. Mr Majumder proposed to operate the micro-savings programme also in urban areas for the benefit of the apparel sector workers. He also suggested depositing half the cash incentives of around Tk 15 billion the government spends on the apparel sector annually to the RMG workers’ welfare savings fund.

Duty-free access to UK to continue until Brexit: envoy

duty-free access

Second from left, Alison Blake, British high commissioner to Bangladesh, attends the monthly luncheon meeting of Foreign Investors’ Chamber of Commerce & Industry (FICCI) at Westin Dhaka hotel yesterday. Second from right, Rupali Chowdhury, FICCI president, is also seen.  Bangladesh will continue to get duty privilege to the UK under the European Union’s Everything But Arms scheme until Brexit formally happens next year in June, said Alison Blake, British high commissioner in Dhaka, yesterday.“Until we leave the EU, we remain a member of the EU with all the rights and obligations that our membership entails, including our commitments to the existing trade framework,” Blake said.The process of leaving the EU will be invoked no later than the end of March 2017, she said at the monthly luncheon meeting of Foreign Investors’ Chamber of Commerce and Industry at the Westin Dhaka hotel.But Britain will remain open for business for the world.“There are challenges as well as opportunities but because of the decisions the government has taken our economy is fundamentally strong and there are many reasons to think our economic future outside the EU will be bright.”Until Brexit materialises, Britain will continue to take a leading role in the EU-Bangladesh Business Climate Dialogue, especially on taxation issues.She praised the Bangladesh government for the measures it has taken in the aftermath of the terrorist attack on July 1 to ensure the safety of the international community, residents and visitors, diplomats, buyers and cricketers too.“Things have improved, and confidence is coming back, but it is far too early for any of us to relax our guard,” the British diplomat also said.The UK is the second largest investor in Bangladesh, contributing 13 percent of total foreign direct investment to Bangladesh last year.This year, some $322 million flew in, with the highest contributions to the banking, textiles and food sectors. More than 200 UK companies in Bangladesh provide employment, transfer knowledge, run significant corporate social responsibility initiatives and are some of the highest contributors to tax revenue, she said. “We are the third largest market for Bangladeshi exports — we take about 10 percent of the total figure — overwhelmingly RMG products,” Blake added.Bangladesh’s exports to the UK have been growing steadily, said FICCI President Rupali Chowdhury.Last fiscal year, exports to the UK raked in a total of $4.17 billion, up 17 percent year-on-year.

RMG BANGLADESH NEWS