Home Blog Page 839

Jamdani muslin fabrics to get GI registration

jamdani

One of the finest muslin textile fabrics produced in Bangladesh, Jamdani is going to get the country’s first Geographical Indication (GI) registration this month. This was revealed by Mosharraf Hossain Bhuiyan, senior secretary in the industry ministry, while addressing the annual meeting of the World Intellectual Property Organisation (WIPO) in Geneva. The GI registration tag will be given by the Department of Patents, Designs and Trademarks under the industry ministry to the Jamdani fabric. In his address, Bhuiyan said Bangladesh offers high importance to preserving intellectual property rights, for which the country has already formulated laws to provide GI products registration.

Tanners must relocate to Savar by Dec: Industries Minister

tanners transfer deadline

Hazaribagh tanners must relocate to Savar by December 30, otherwise all sorts of utility services, including gas and electricity supplies, will be cut off from their establishments, says Industries Minister Amir Hossain Amu. He came up with the warning after visiting Tannery Industrial Park in Savar yesterday morning. Those who have not started the relocation process will have their contracts terminated and face legal actions, including eviction drive, after the deadline, the minister said at a press briefing at the tannery park. He also warned that plots alloted to the factories at Savar would be cancelled if there was any lack of preparedness on their owners’ part. On January 10, the minister said polluting factories in the capital’s Hazaribagh would be shut down if they failed to relocate to the designated industrial park in Savar within 72 hours. Warning of the minister went in vain as several deadlines for relocation were missed earlier. On June 16, the High Court ordered all the Hazaribagh tanners to pay compensation of Tk 50,000 daily for damaging the environment following a petition filed by Human Rights and Peace for Bangladesh. On July 18, the Supreme Court reset the compensation amount and ordered the owners of 154 tanneries to pay Tk 10,000 daily for damaging the environment in Hazaribagh area. Bangladesh Tanners Association and Bangladesh Finished Leather, Leather Goods and Footwear Exporters Association jointly moved the appeal, seeking a stay on the HC order. In 2003, the government had assigned Bangladesh Small and Cottage Industries Corporation to develop a tannery park at Savar with a modern central effluent treatment plant (CETP), the most essential component of the project, to reduce pollution.

Body Labs debuts new API for customized sizing reference

body labs debuts new api for customised sizing reference

Provider of technology for analysing the human body’s shape, Body Labs has released a new API for Body Labs Blue, which is a powerful toolset for developers to further customise it for sizing recommendations. Body Labs Blue can help retailers reduce their sales return rate which, according to the IHL Group, totals more than $600 billion each year. With Body Labs Blue’s new API, developers can now customise the UX and UI of Blue for their business, efficiently integrate customer measurement data into third-party services, or develop on top of Blue’s data. According to Body Labs, APIs will also enable developers to easily build virtual try-on applications and more. The release of the Blue API also allows for third-party integrations by third-party developers and apparel software.

Bangladesh remains top cotton importer in 2015-16

bangladesh remains top cotton importer in 2015-16

Reinforcing its position as the world’s largest importer, Bangladesh imported 6.2 million cotton bales in 2015-16. The US department of agriculture (USDA) has forecast Bangladesh’s imports to increase to 6.3 million bales in 2016-17. This raises Bangladesh’s share of global imports to over 18 per cent, which is more than double its share seen 5 years before. This large change in Bangladesh’s imports in turn impacts various cotton exporters, especially West African origins such as Benin and Burkina Faso, and Central Asian countries such as Uzbekistan. Indeed, demand in Bangladesh for cotton of Uzbek origin has proven to be substantially stronger than was previously believed, resulting in a substantial upward revision to the 2015-16 Uzbek export estimate, the USDA said in its October 2016 report ‘Cotton: World Markets and Trade’. Meanwhile, consumption is raised a more moderate 300,000 bales, to 6.1 million, as market reports attest to growth of spinning. For 2016-17, consumption is expected to be 6.4 million. For 2016-17, the USDA has raised India’s cotton imports by 500,000 bales to 1.5 million bales on very strong early-season imports. For Indonesia too, estimated imports is now up by 100,000 bales to 2.9 million bales on higher domestic use. Among exporters, the US is expected to export 12 million bales in 2016-17. This figure is an increase of 500,000 bales over earlier estimate. This is due to stronger global import demand. Smaller crop will result in reduction of 500,000 bales to 2.9 million bales for Brazil. Significantly larger crop is likely to raise Australian exports by 800,000 bales to 4.2 million bales. Exports from Benin and Mali are pegged at 700,000 bales and 1.2 million bales, respectively.

US fibre, textile & apparel exports reach $28bn in 2015

textile-apparel

US International Trade Commission data informs that US fibre, textile, and apparel exports totalled nearly almost $28 billion in 2015. Exports of various textile raw materials and finished products included $4 billion in cotton and wool fibre; $4.9 billion in yarns; $9 billion in fabrics; $3.7 billion in made-up articles and finally $6.1 billion in apparel. This and other data was revealed by the National Council of Textile Organizations (NCTO) to celebrate National Manufacturing Day held on October 7, in order to let Americans know about the textile industry’s comeback, investments and innovations. In other data, the US textile industry currently supplies roughly 8,000 unique textile items to America’s armed forces and the US military has spent an estimated $1.5 billion to $2 billion on textiles annually, during the past decade. Quoting statistics of the US Bureau of Labour Statistics and the US Department of Agriculture, NCTO further informed that the US textile and apparel industry supply chain employed an estimated 579,300 people in 2015. Of this number, 116,400 were involved in producing textiles such as yarns and fabrics; 116,400 in making textile products like carpets; 136,800 are manufacturing apparels; 25,600 in producing artificial and synthetic fibres and filaments, while 184,100 are working in producing cotton and wool fibres.

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ দ্রুত কমাতে ‘ঐতিহাসিক’ চুক্তি

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ দ্রুত কমাতে ‘ঐতিহাসিক’ চুক্তি

বৈশ্বিক উষ্ণতা নিয়ে রুয়ান্ডায় আয়োজিত বৈঠকে প্রায় ২০০ দেশ দ্রুত গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে একটি ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর করেছে। রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন ও অ্যারোসল স্প্রেগুলোতে গ্রিনহাউজ গ্যাস হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ গ্যাসগুলো কার্বন ডাই অক্সাইডের চেয়ে ১০ হাজার গুণ বেশি তাপ ধারণ করে।

রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা মন্ট্রিল প্রটোকলের কিছু সংশোধনী এনেছে। ২০১৯ সাল থেকে ধনী দেশগুলো এইচএফসি গ্যাসের ব্যবহার কমিয়ে দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, পৃথিবীর জন্য এটি একটি বড় বিজয়। জলবায়ু পরিবর্তনের গতি ধীর করতে এটি স্মরণীয় পদক্ষেপ। এ চুক্তির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব।

এ চুক্তি অনুযায়ী সম্পদের ওপর ভিত্তি করে দেশগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করে ক্ষতিকর গ্যাসগুলো কমিয়ে ফেলতে সময় বেঁধে দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের মতো অপেক্ষাকৃত ধনী দেশগুলোকে বলা হয়েছে এইচএফসি গ্যাসের ব্যবহার ২০১৯ সাল থেকে ১০ শতাংশ কমিয়ে ফেলতে হবে।

চীন, লাতিন আমেরিকার দেশ ও দ্বীপরাষ্ট্রগুলোর মতো উন্নয়নশীল দেশগুলো ২০২৪ সাল পর্যন্ত এ গ্যাসের ব্যবহার অপরিবর্তিত রাখবে। আর ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ও উপসাগরীয় দেশগুলো ২০২৮ সাল পর্যন্ত এ গ্যাসের ব্যবহার অপরিবর্তিত রাখবে। কারণ তাদের এ পদক্ষেপ গ্রহণ করতে আরো সময় লাগবে।

চীন বিশ্বের সবচেয়ে বেশি এইচএফসি উৎপাদনকারী দেশ। ২০২৯ সালের আগে চীন এইচএফসি উৎপাদন বন্ধ করার প্রক্রিয়া শুরু করতে পারবে না। ভারতও পরে শুরু করবে এ প্রক্রিয়া। ২০৩২ সালের মধ্যে প্রথম ১০ শতাংশ এইচএফসি গ্যাসের ব্যবহার কমিয়ে ফেলবে তারা। চুক্তিটি বাস্তবায়িত হলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অনেকটা কমিয়ে ফেলা সম্ভব হবে। বিশেষজ্ঞদের হিসাব মতে, ২০৫০ সালের মধ্যে ৭ হাজার টন কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে কমিয়ে ফেলা সম্ভব।

সম্ভাবনাময় প্লাস্টিক খাত: নগদ সহায়তা পেয়েও রপ্তানি বাড়ছে না

সম্ভাবনাময় প্লাস্টিক খাত: নগদ সহায়তা পেয়েও রপ্তানি বাড়ছে না

রপ্তানি আয় বাড়াতে প্লাস্টিক খাতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গেল অর্থবছরের এপ্রিলেই নেয় সরকার। প্লাস্টিক পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। চলতি অর্থবছরেও এ সুবিধা বহাল রাখা হয়েছে।

তবে প্রথম থেকেই দুটি শর্ত রাখা হয়। যেমন প্লাস্টিক দ্রব্য উৎপাদনের কোনো পর্যায়েই ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা যাবে না। এ ছাড়া রপ্তানির বিপরীতে বন্ড-সুবিধাপ্রাপ্ত এবং ইপিজেড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিজস্ব কারখানায় তৈরি পণ্যের ক্ষেত্রে জাহাজীকরণের আগের মূল্যের ওপর ভিত্তি করে নগদ সহায়তা দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব শর্তের কারণে নগদ সহায়তার সুবিধা খুব বেশি পাচ্ছেন না রপ্তানিকারকেরা। তাঁরা আরও বলছেন, শুধু সরাসরি প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়। কিন্তু পোশাকপণ্যের সঙ্গে হওয়া ‘ডিমড এক্সপোর্ট’ বা প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে এ সুবিধা পাওয়া যায় না। আর তাই নগদ সহায়তার সুবিধা থাকলেও এ খাতে রপ্তানি তেমন বাড়েনি বলছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, অন্য যেসব খাতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেসব খাতে এই শর্তগুলো দেওয়া হয়নি। শুধু প্লাস্টিক ও ফার্নিচার খাতেই এই শর্ত রাখা হয়েছে।

মো. জসিম উদ্দিন আরও বলেন, মূলত কয়েকটি কারণে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বাজারে আগে প্লাস্টিক পণ্যের ওপর জিএসপি-সুবিধা পাওয়া যেত। জিএসপি-সুবিধা বাতিল হওয়ার পর দেশের প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের উৎসাহ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সরকার থেকে ছয়টি পণ্যে পাটের প্যাকেজিং বাধ্যতামূলক হওয়ার পর দেশীয় প্লাস্টিক পণ্য উৎপাদনকারীরা ক্ষতির মুখে পড়ে। তাদের রপ্তানিমুখী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত থাকায় এই সুবিধা তেমন কাজে লাগছে না।

বর্তমানে সরাসরি প্রায় ১৩ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এ ছাড়া গার্মেন্টস পণ্যের সঙ্গে প্রচ্ছন্ন রপ্তানি হয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বড় রপ্তানিকারকদের বেশির ভাগই বন্ডেড ওয়্যার হাউসের আওতায়। প্লাস্টিক পণ্যের কাঁচামালের অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনকারীরা এ সুবিধা পেলেও বড় রপ্তানিকারকেরা এ সুবিধা খুব একটা পান না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে প্লাস্টিক পণ্য থেকে মোট রপ্তানি আয় আসে ৮ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ডলার, যা ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে সাড়ে ১১ শতাংশ কম। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসে প্লাস্টিক পণ্য থেকে রপ্তানি আয় এসেছে ২ কোটি ১৯ লাখ ২০ হাজার ডলার।

বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন সামগ্রিক বিষয়ে প্রথম আলোকে বলেন, যেকোনো সুবিধার অপব্যবহার ঠেকাতে কিছু শর্ত দেওয়া হয়। তবে রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার সুবিধা পেতে কী অসুবিধা হচ্ছে, তা এখনো বাণিজ্য মন্ত্রণালয়কে কেউ জানায়নি। বাণিজ্য মন্ত্রণালয়কে জানালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ-চীন বিজনেস ফোরাম সম্মেলন: ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সই

বাংলাদেশ-চীন বিজনেস ফোরাম সম্মেলন: ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সই

বাংলাদেশ ও চীনের ২৬টি কোম্পানির মধ্যে ১ লাখ ৬ হাজার ৫২৯ কোটি টাকার (১ হাজার ৩৬০ কোটি ডলার) বিনিয়োগ চুক্তি সই হয়েছে। দুই দেশের কোম্পানিগুলো বিদ্যুৎ, নির্মাণ, যোগাযোগসহ অবকাঠামো খাতের ১৩টি প্রকল্পে এই বিনিয়োগ করবে। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না বিজনেস ফোরামের যৌথ বৈঠকে এসব চুক্তি সই হয়। এ সময় বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন চীনের উদ্যোক্তারা। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার ভালো পরিবেশ রয়েছে বলেও মন্তব্য করেছেন তারা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) যৌথভাবে এ ব্যবসায় সম্মেলনের আয়োজন করে।

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না ও হুবেই হংওয়ান পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডসহ ১৩ কোম্পানির সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো, ওরিয়ন, মেঘনা, রুরাল পাওয়ার কোম্পানিসহ ১১টি বেসরকারি খাতের কোম্পানি ও ২টি সরকারি সংস্থার মধ্যে চুক্তি হয়েছে। এসব কোম্পানির মাধ্যমে যে বিনিয়োগ হবে তার পরিমাণ চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় সমান। এই বিনিয়োগের বেশিরভাগই হবে বিদ্যুৎ খাতে। বেক্সিমকো, ওরিয়ন, মেঘনা ও রুরাল পাওয়ার কোম্পানি যে চুক্তি করেছে তা বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন ও বিতরণে বিনিয়োগ হবে। এ ছাড়া কক্সবাজারে একটি স্টেডিয়াম, জয়দেবপুর থেকে ঈশ্বরদীর মধ্যে রেলের ডাবল লাইন স্থাপন ও নির্মাণ খাতে বিনিয়োগ করবে অন্যান্য কোম্পানি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, পাট, ওষুধ, সিরামিক, লেদার, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, গাড়ি, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে প্রস্তাব তুলে ধরেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এসব খাতে চীনের উদ্যোক্তারা বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্যবসায়ীদের মধ্যে আলাদাভাবে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করেছে। পাশাপাশি আকর্ষণীয় সুবিধা দিচ্ছে।

শতভাগ মূলধন বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব সুবিধা নিতে বিনিয়োগে এগিয়ে আসবেন। বিশেষ করে চট্টগ্রামে স্থাপিত হতে যাচ্ছে চীনের অর্থনৈতিক অঞ্চল। এ অঞ্চলে দেশটির উদ্যোক্তারা বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। এসব বিনিয়োগ হলে উভয় দেশ লাভবান হবে। তিনি বলেন, গত তিন মাসে চীনে পণ্য রফতানি ২০ শতাংশ বেড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী তিন থেকে চার বছরে ২০০ কোটি ডলারের রফতানি ছাড়িয়ে যাবে। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এখন ১৩টি চুক্তি হলেও পরে এ সংখ্যা বেড়ে ৫০টির বেশি কোম্পানির মধ্যে চুক্তি হবে। চীনের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করলে নিশ্চিত লাভবান হবেন। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) ও সিল্ক রুটের আওতায় সুবিধা নিতে চীনের উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।

সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান চ্যান ঝহু বলেছেন, চীনের উদ্যোক্তারা আস্থার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবেন। এ দেশে বিনিয়োগ ও ব্যবসার ভালো পরিবেশ রয়েছে। এ কারণেই তার দেশের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এই মুহূর্তে যেসব ব্যবসায়ী বাংলাদেশ সফর করছেন তাদের অনেকে এ দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চান। বিশেষ করে চামড়া, অবকাঠামো, তৈরি পোশাক, ওষুধ, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে বাংলাদেশে উৎপাদিত পণ্য চীনে রফতানি করে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এ দেশের জ্বালানি খাতে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান। চীনের প্রযুক্তি ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চান। এফবিসিসিআই ও সিসিপিআইটির মাধ্যমে যে নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তা উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনায় কাজে লাগাতে পারবেন।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোক্তাদির ও অ্যাপিলিয়ন গ্রুপের রেজাউল কবির বাংলাদেশের ওষুধ ও পোশাক খাতের চিত্র তুলে ধরেন। চীনের পক্ষ থেকে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট ওয়াং জু শেং ও টিবিয়ান ইলেকট্রিক অপারেটর কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাওয়াংশি তার দেশের যন্ত্রপাতি ও বিদ্যুৎ খাতের বিষয়ে বক্তব্য রাখেন। এ সময়ে চীনের প্রেসিডেন্টের সফরসঙ্গী ৮৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

RMG accessories can fetch huge forex

rmg accessories

The readymade garment (RMG) accessories sector has become a potential sector in forex earning. During FY16 an amount of 3.5 billion US Dollar was earned from this sector, which is 25 per cent higher compared to the earnings of FY15. It has been estimated that during the current fiscal (FY17) forex earning from the accessories sector would cross more than 4 billion dollar, according to accessories exporters. The competitive price and high quality of the RMG accessories made in Bangladesh have attracted foreign buyers to shift their attention from China, India and other countries to Bangladesh. Besides export, locally produced accessories meet 95 per cent demand of local RMG industries, said a leader of Bangladesh Garments Accessories and Packaging Manufacturers and Exporters Association (BGAPMEA). The BGAPMEA source said that if the current growth of accessories exports could be maintained, the export earnings from this sector would reach around 12 billion dollar by the year 2018. The source, however, listed the challenges of the local accessories industries. The major threat has been posed of reduction of import duties from plastic products in the current year’s budget. Most of the garment accessories are made from the plastic. Countries like China and India are self-sufficient in plastic raw materials, lower import duty on plastic products would encourage the import of the RMG accessories from abroad, which would call for a disaster for the local accessories industries, said Md. Juber Alam, Proprietor of Zerin Tex. The plastic accessories being manufactured locally are corrugated cartons, poly bag, buttons, zippers, and labels etc. which are integral part of RMG export. The products made in Bangladesh are also included different types of extrusion materials, PVC pipes, shopping bag, moulding products, garment bags, woven bags, PET/PE bottles, laminated packages, rigid sheets, household products, cosmetics, medicine pack etc. The destination of Bangladeshi plastic products are European Union (EU), USA, Latin America, Middle East, China, India, Pakistan, Vietnam and many other countries.

Exports fall 5.6% in September

exports fall 5.6% in september

Exports fell 5.6 percent in September from the same period a year earlier to $2.24 billion, the Export Promotion Bureau said on Monday, 18 percent below target. For July-September, the first quarter of the country’s 2016-17 financial year, exports rose 4 percent to $8 billion from a year earlier, the Export Promotion Bureau said. Shipments of readymade garments, comprising knitwear and woven items, totalled $6.66 billion in July-September, up 3.5 percent on-year. Garment exporters attributed the September drop to holidays for the Muslim Eid festival. The $28 billion a year garment export industry had been recovering strongly from a tragedy three years ago, when a factory building collapsed, killing more than 1,100 people and prompting safety checks that led to factory closures and the loss of exports and jobs. But the July attack on a cafe in Dhaka’s diplomatic quarter in which 22 people were killed, mostly foreigners, signalled a more chilling threat to business. Western retailers who source cheap clothes from Bangladesh avoided visiting the country after the July attack as they did after the shooting killing of two foreigners in late last year.

RMG BANGLADESH NEWS