Home Blog Page 3

Inditex to fund university education of 50 female workers in Bangladesh

Inditex will fund the university education of 50 female textile industry workers in Bangladesh for five years.  

The beneficiaries of this new Inditex scholarship programme, aimed at promoting professional development at the Asian University for Women, will be selected from the workers of Inditex’s partner suppliers in the country.

Inditex and the Asian University for Women have launched a new scholarship programme to support the academic training of female textile factory workers in Bangladesh. Inditex will allocate €3.75 million to fund this initiative, enabling 50 women to access pre-university and university education over the next five years, providing them with new opportunities for personal and professional growth.

Access to higher education for women remains a critical issue in Bangladesh, where female university enrollment is increasing at a slower rate than that of men. In this context, AUW is dedicated to empowering women from all backgrounds, equipping them with the skills to become more qualified professionals, leaders in their communities and workplaces, and advocates for economic and cultural development.

“At Inditex, we believe that empowering women through education is one of the most effective ways to drive lasting and meaningful change in these communities. Through this scholarship program, we are investing in the future of female workers—the backbone of our supply chain—by providing them with the tools to unlock new opportunities and foster progress within their communities,” said Inditex CEO Óscar García Maceiras.

“At a time when uncertainty in global affairs has reached a new height, the partnership between Inditex and the Asian University for Women reminds us of what really matters — the weakest in our society must get the opportunities to rise above the circumstances that circumscribe the possibilities in their life. As the first one in my family to enter university, I know how powerful higher education can be in opening doors that otherwise remain unimaginable. I commend Inditex for this far-reaching commitment that will help deepen AUW’s ability to identify talent where few others see them and nurture them so that they too can contribute in the making of a better future for themselves and the world”, Cherie Blair, Chancellor of the Asian University for Women.

Set to launch in the upcoming academic year, this initiative will enable 50 female textile workers in Bangladesh to cover their tuition, accommodation, and living expenses for five years. The selection process will begin in the coming weeks and will take place at Inditex’s supply chain factories in the country. As part of the process, AUW will conduct informational sessions, selection interviews, and admission tests at participating factories for all interested workers.

যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণায় স্বস্তি বাংলাদেশের পোশাক খাতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে দেশে প্রতিশোধমূলক শুল্ক আরোপ ৯০ দিন স্থগিতের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

গতকাল বুধবার এই স্থগিতাদেশ আসে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল ডেইলি স্টারকে বলেন, ‘এই বিরতি বাংলাদেশকে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিচ্ছে।’

তার মতে, ‘চীন শুল্কের মুখে পড়ায় আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ সুবিধা নিতে পারে।’

দেশে এক শীর্ষ পোশাক রপ্তানিকারক নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘তবে দীর্ঘমেয়াদে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে আগামী ৯০ দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দরকষাকষি করতে পারছে এর ওপর।’

গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সামাজিকমাধ্যম এক্স-এ তাদের অনুরোধে সাড়া দিয়ে শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেন, ‘আমরা আপনার বাণিজ্যনীতির সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

বেশ কয়েকজন পোশাক কারখানার মালিক ডেইলি স্টারকে জানিয়েছেন, আগামী ৯০ দিনের বিরতিতে তারা স্বস্তি পেয়েছেন। তবে উদ্বেগ থেকেই গেছে।

ট্রাম্প ঘোষিত শুল্ক ৯০ দিন পর কার্যকর হলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের পোশাক শিল্প সংকটে পড়বে। কারণ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের ৫৩ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত শুল্ক গুণতে হবে।

সেই ঘোষণায় ২০ শতাংশের কম মার্কিন তুলার টি-শার্টে শুল্ক ছিল সাড়ে ১৬ শতাংশ। সর্বশেষ ৩৭ শতাংশ শুল্ক আগের শুল্কের সঙ্গে যোগ হওয়ায় তা ৫৩ দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছেন কয়েকটি শীর্ষ পোশাক কারখানার মালিক।

তারা আরও জানান, বাংলাদেশে তৈরি বেশিরভাগ পোশাকে ২০ শতাংশেরও কম মার্কিন তুলা ব্যবহার করা হয়।

গত ২ এপ্রিল হোয়াইট হাউস থেকে এক আদেশে বলা হয়, ‘শুল্কের (নতুন) হার…অন্যান্য শুল্ক, ফি, কর বা চার্জের বাইরে।’

পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে। কারখানা মালিকরা গড় ৫০ শতাংশের মতো শুল্ক হারে আশঙ্কা করছেন।

যুক্তরাষ্ট্রে আমদানি করা ১০৫ বিলিয়ন ডলারের পোশাক বাজারের নয় দশমিক তিন শতাংশ বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সাত দশমিক দুই বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

চীনা পণ্যের ওপর শুল্ক বহাল থাকায় চীন ইউরোপের বাজারে সস্তা কাপড়ের বন্যা বইয়ে দিতে পারে। এটি বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আরেকটি সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির ডেইলি স্টারকে বলেন, ‘সরকারের উচিত মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনা শুরু করা। যুক্তরাষ্ট্রে বিক্রি কমে যাওয়ার আশঙ্কায় এক বিদেশি ক্রেতা আগের কার্যাদেশ অর্ধেকে নামিয়ে এনেছেন।’

বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ ৯০ দিনের বিরতি চেয়ে গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিঠি দেন ড. ইউনূস।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১০০ পণ্য আমদানিতে শুল্ক সুবিধা চেয়ে বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে আলাদা চিঠি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

BGMEA orders exporters to ship ready containers of goods to US by 9 April before tariffs hit

The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has directed exporters to ensure that containers filled with readymade garment products intended for export to the United States are loaded onto ships by 9 April.

This directive follows discussions between BGMEA and the Ministry of Commerce.

Talking to The Business Standard today (8 April), BGMEA Administrator Anwar Hossain said, “The new tariff policy announced by the US government will come into effect on 9 April. This policy will not apply to goods loaded onto ships before 9 April.

“Therefore, to ensure that exporters do not face additional tariffs, this initiative has been taken to facilitate the shipment of goods before the tariff policy becomes effective. A special cell has been set up for this purpose.”

The US government has imposed reciprocal import duties on countries, including 37% on Bangladesh, due to concerns over its international trade deficit. This tariff will be implemented globally from 9 April. 

To avoid the additional tariffs, efforts have been made to ensure that goods already loaded into containers for export are shipped before this deadline.

BGMEA has sent letters to the Chittagong Port Authority, Bangladesh Inland Container Depot Association (BICDA), Bangladesh Freight Forwarders Association (BAFFA), Bangladesh Container Shipping Association (BCSA), and Bangladesh Shipping Agents Association, requesting their cooperation in this matter.

Meanwhile, many US buyers have requested Bangladeshi exporters to suspend their purchase orders. In response, steps have been taken to expedite exports to ensure that ready-to-ship goods are not subjected to additional tariffs and to prevent buyers from halting orders.

According to the National Board of Revenue (NBR), 2,326 Bangladeshi companies exported goods to the United States last fiscal year. Of these, 957 companies accounted for more than a quarter of the total exports, with most of these being ready-made garments.

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

ঈদুল ফিতরে অনেকটা বড় ছুটি পেয়েছেন দেশের পোশাক শ্রমিকরাও। ছুটি শেষে দেশের তৈরি পোশাক খাতের কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা ঈদের ছুটি শেষে চালু হয়েছে।

আজ  বৃহস্পতিবার বিজিএমইএ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, সংগঠনভুক্ত দুই হাজার ১০৪টি সক্রিয় কারখানার মধ্যে দুই হাজার ৯২টি কারখানা চালু রয়েছে। ঈদের ছুটিতে রয়েছে মাত্র ১২টি।

বিজিএমইএ’র তথ্য মতে, সবচেয়ে বেশি খোলা রয়েছে ডিএমপি এলাকায় (৯৯.৬৯%), এরপর নারায়ণগঞ্জ (৯৮.৯৪%), চট্টগ্রাম ও গাজীপুর-ময়মনসিংহ (৮৮.৮%) এবং সাভার-আশুলিয়া (৮৮%)।

RMG corporate tax likely to double

The apparel exporters may face another blow from the National Board of Revenue (NBR) as it plans to increase its corporate tax rate to up to 20% from the next fiscal year, according to sources.

This comes at a time when the Trump administration has imposed a 37% reciprocal tariff on Bangladeshi products entering the US market, effective from 9 April. As a result, some US apparel buyers have already halted their goods shipments until further notice due to this tariff hike, while some buyers are asking for discounts and cost sharing.

Seeking anonymity, a top NBR official said, “The garment sector has long been enjoying tax benefits. Due to pressure from the IMF, we need to increase revenue collection and aim to eliminate disparities in corporate tax rates across different sectors.

“Considering revenue realisation, the NBR is planning to increase the corporate tax rate for the RMG sector to 20%, with a reduced rate of 18% for green factories.”

However, the official mentioned that nothing has been finalised yet. The proposal will be submitted to the finance adviser and the chief adviser. If they give consent, it will be implemented in the next budget.

Reacting to the news, BKMEA President Mohammad Hatem told TBS, “We have no idea how the bureaucrats come up with such ridiculous ideas to increase revenue instead of focusing on strengthening their capacity.

“The calculation of tax depends on profit. However, they have never adjusted our source taxes with that.”

He said, “At a time when we are facing challenges in coping with the Trump administration’s reciprocal tariffs, they are planning to impose additional taxes on apparel exporters.

“This could be part of a conspiracy against the Bangladesh apparel industry, aiming to relocate it to India.”

Currently, the corporate tax rate for the garment sector is 12%. For green factories, this rate is 10%. 

Faruque Hassan, the former president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said, “The apparel corporate tax rates of 10% and 12% were set for the garment sector until June 2028; and investments were made based on these rates. If the tax rates are suddenly raised before 2028, it will breach the government’s commitment.”

He mentioned that the increase in tariff rates by the US is a major issue for the industry and India has cancelled transshipment. As a result, both shipping costs and time will rise.

“The rise in interest rates has already increased our business costs, which in turn has raised production costs. Furthermore, due to corruption and bribery, doing business is also not becoming easier.”

Mashrur Reaz, founder and chairman of Bangladesh Policy Exchange, said, “There is no doubt that the NBR is doing this intending to rationalise the tax holidays to strengthen fiscal policy. However, there must be an appropriate timeline.

“This is not the right time to do that as the RMG sector is under significant pressure due to the ongoing inflation, the cost of finance, wage hikes, and the overall rise in business costs. On the other hand, the largest export markets also face high tariffs. Considering these factors, it is not the right time to make such changes.”

He said, “Tax holidays and reduced rates should be phased out gradually. The government should give the sectors enjoying such facilities an appropriate timeline beforehand.”

Apparel export growth hits $32.46b in 9 months, yet concerns mount over US tariff

According to the latest data from the Export Promotion Bureau (EPB) of Bangladesh, the country’s apparel industry earned $32.463 billion in the first nine months of the current 2023-24 fiscal year (July to March). Which is 10.84 percent more than last year.

In March alone, apparel exports increased by 12.40 percent, reaching a value of $3.45 billion. In March last year, this amount was $3.07 billion.

Apparel export growth hits $32.46b in 9 months, yet concerns mount over US tariff
Figure: The country’s total export earnings, mainly driven by the ready-made garment sector, reached $37.1913 billion, a 10.63 percent increase over the same period last year. 

Of the export earnings of the ready-made garment sector, $1.863 billion came from knitwear exports, which increased by 12.93 percent year-on-year. In addition, $1.636 billion came from woven garment exports, which increased by 11.82 percent compared to the same period last year.

The country’s total export earnings, mainly driven by the ready-made garment sector, reached $37.1913 billion, a 10.63 percent increase over the same period last year. This growth is being considered a positive signal for the Bangladeshi economy.

The total export revenue in March was $4.25 billion. This is 11.44 percent more than the same month last year. Export revenue in March last year was $3.81 billion.

According to exporters, investment in green-friendly factories, positive branding and increased confidence and reliance on the country’s export sector in the global market are driving the export growth.

However, there are concerns about whether this pace of export earnings can be maintained in the future. The United States, the largest market for ready-made garments, has announced an additional 37 percent duty on Bangladeshi products in addition to the current import duty rate. So far, the average rate has been 15 percent. The combined duty rate on Bangladeshi ready-made garments in the United States stands at 52 percent.

Mohiuddin Rubel, additional managing director of Denim Expert and former director of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said, the announcement of additional tariffs by the US has raised doubts about maintaining the momentum of exports. Some buyers have already requested that production and export activities be suspended until further notice. Some buyers are pressing for exporters to bear or share the entire burden of the additional tariffs.

The United States was the destination for 18 percent of Bangladesh’s ready-made garment exports in the last fiscal year. In addition to apparel, those who export shoes and leather goods, home textiles and frozen food products to this market are also concerned.

RMG workers demonstrate demanding payment of dues, Eid bonus in Gazipur

Eight days after the celebration of Eid-ul-Fitr, workers of three readymade garment factories under a group of companies staged a demonstration and held a rally demanding payment of their dues, Eid bonuses, and other arrears in Gazipur this afternoon (7 April).

Workers of the TNZ factory gathered at their workplace in the Mogarkhal area of Gazipur city in the afternoon.

Expressing solidarity, workers from other factories also joined the rally and staged demonstrations.

Workers’ leaders, including Md Arman Hossain, Shahin Alam, Md Shariful, and Shahidul Islam, addressed the gathering, alongside representatives from various labour organisations.

The workers said they had been protesting for the past few weeks, demanding three months of unpaid salaries ahead of Eid. Just before the festival, each worker was paid only Tk9,100, while the remaining wages and Eid bonuses remain unpaid.

They threatened that they would continue the movements until all dues are paid in full.

Recalling the role of the workers during the anti-government movement that ousted the Awami League last year, the workers’ leaders said they continue to face neglect and false promises regarding salary payments.

The leaders informed that a meeting between labour representatives and officials of the Ministry of Labour is scheduled to be in Dhaka on Tuesday to discuss the issue.

বাংলাদেশের পোশাক-জুতার দামে ছাড় চায় কয়েকটি মার্কিন ক্রেতা

যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্রেতা ও ব্র্যান্ড বাংলাদেশি রপ্তানিকারকদের কাছ থেকে পোশাক ও জুতার দামে বড় ছাড় চাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুনভাবে শুল্ক আরোপ করায় কোনো কোনো প্রতিষ্ঠান কার্যাদেশ স্থগিত রেখেছে বলেও জানিয়েছেন রপ্তানিকারকরা।

কোনো কোনো ক্ষেত্রে বিদেশি ক্রেতারা রেডি-টু-শিপ পণ্যের ওপর বাংলাদেশি রপ্তানিকারকদের কাছে ১০ শতাংশ মূল্যছাড় দাবি করছেন। পোশাক তৈরির প্রক্রিয়ায় রপ্তানিকারকদের দেরি করতে বলছেন।

বাংলাদেশি রপ্তানিকারকরা এখন নতুন শুল্ক ব্যবস্থার আওতায় পোশাকের দাম নিয়ে দর কষাকষি করছেন। তবে, সব মার্কিন ক্রেতা দাম কমানোর দাবি করছেন না। কারণ, অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশি রপ্তানিকারক ও মার্কিন ব্র্যান্ডগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রপ্তানিকারক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক মার্কিন ক্রেতা রেডি-টু-শিপ পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় চেয়েছেন। সরবরাহকারীদের তিন দশমিক তিন শতাংশ, কাপড় সরবরাহকারীদের তিন দশমিক তিন শতাংশ ও খুচরা বিক্রেতাদের তিন দশমিক তিন শতাংশ ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন।’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি রুবানা হক ডেইলি স্টারকে জানান, কয়েকজন মার্কিন ক্রেতা বাংলাদেশি রপ্তানিকারদেরকে পণ্যের দাম কমাতে বলেছেন। তবে, তিনি সেসব প্রতিষ্ঠানের নাম বলতে রাজি হননি।

জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের মার্কিন ক্রেতারা এখনো কোনো ছাড় চাননি। আমাদের যে কার্যাদেশ আছে তা থাকছে। তবে নতুন কার্যাদেশ পেতে দেরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কার্যাদেশ প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে। ক্রেতারা মিশর, জর্ডান ও ভারতে কার্যাদেশ পাঠাতে চাইবে। কারণ বাংলাদেশের তুলনায় সেসব দেশে শুল্ক কম।’

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর ডেইলি স্টারকে বলেন, ‘ব্যবসা স্বাভাবিক আছে।’

তার মতে, বাংলাদেশ সুতি কাপড়ের পোশাক রপ্তানিতে আরও ভালো করবে। কারণ এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুবই শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তুলনায় বেশি শুল্ক আরোপ হয়েছে চীন ও ভিয়েতনামের পণ্যের ওপর।

তাছাড়া বিগত বছরগুলোয় বাংলাদেশ পণ্যের মান, কমপ্লায়েন্স ও সক্ষমতার ক্ষেত্রে অনেক উন্নতি করেছে।

‘আশা করছি—বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক ১০ শতাংশে কমিয়ে আনতে রাজি করাতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন ক্রেতা বাংলাদেশি এক রপ্তানিকারকে জানিয়েছেন যে যদি আপনাদের শুল্ক ৩৭ শতাংশে থাকে এবং অন্যান্য দেশের ওপর শুল্ক এখনকার মতো থাকে, তাহলে ভারতের কাছে বাংলাদেশ নিট ও শার্ট ব্যবসা হারাবে। কিছু ডেনিম/বটমের কার্যাদেশ পাকিস্তান, মিশর ও কেনিয়ায় চলে যাবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক রপ্তানিকারক হোয়াটসঅ্যাপে ডেইলি স্টারকে সেই বার্তা দেখিয়েছেন।

সেই বার্তায় বলা হয়েছে, ‘নিশ্চিতভাবেই আগামী কয়েক সপ্তাহে অনেক কিছুই বদলে যাবে। তবে আমরা কঠিন সময়ের দিকে যাচ্ছি।’

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল ডেইলি স্টারকে বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন ক্রেতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পণ্য রপ্তানি স্থগিত রাখাতে অনুরোধ করেছেন।’

‘ছোট ক্রেতারা রপ্তানিকারকদের পুরো শুল্ক দিতে বা খরচ ভাগ করে নেওয়ার চাপ দিচ্ছেন। এটি নীতি-নৈতিকতাবিরোধী। বড় ব্র্যান্ড ও ক্রেতারা এখনো সিদ্ধান্ত নেয়নি। মনে হচ্ছে দুইয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন।’

রপ্তানিকারকদের পক্ষে এই শুল্ক বহন করা খুব কঠিন। ‘আমাদের আশা, ব্র্যান্ডগুলো রপ্তানিকারক ও পোশাক শিল্পে জড়িত ৪০ লাখেরও বেশি কর্মীর কথা বিবেচনায় রেখে যথাযথ সিদ্ধান্ত নেবে। আমাদের বিশ্বাস, তারা কাউকে অবহেলা করবেন না।’

ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস

কোভিড মহামারির পর রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের তৈরি পোশাকশিল্পে ধস নামতে দেয়নি। এ শিল্পকে ভিত্তি করে নিজেদের সমৃদ্ধির প্রত্যাশা জিইয়ে রেখেছিল। পোশাক রপ্তানিতে দেশ দুটির প্রধান বা বড় বাজার যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপের সিদ্ধান্তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের ওপর বড় ধাক্কা লাগতে যাচ্ছে।  

বুধবার (২ এপ্রিল) ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দিতে হবে ৩৭ শতাংশ শুল্ক। আর শ্রীলঙ্কার ওপর ৪৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।  এতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।  উভয় দেশের ব্যবসায়ী নেতাদের শঙ্কা, তারা হয়তো আর বড় উৎপাদনকারী শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না। তাদের অর্ডারগুলো কম শুল্কযুক্ত ও বড় শিল্প শক্তিসম্পন্ন দেশগুলোতে স্থানান্তরিত হয়ে যাবে।

শ্রীলঙ্কার জয়েন্ট অ্যাপারেল অ্যাসোসিয়েশন ফোরামের পরামর্শক তুলি কুরে বলেন, ‘আমাদের তো দেখছি শোকবার্তা লিখতে হবে। ৪৪ শতাংশ কোনো রসিকতা কথা নয়। ’ একই অবস্থা বাংলাদেশেরও। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বলে শঙ্কার কথা বলেছেন অর্থনীতিবিদরা। যা বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বলে মনে করেন তারা।  

তবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। ’

শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কাই নয়; ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ বিশ্বব্যাপী পোশাক শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দেশগুলোকে বড় দুশ্চিন্তায় ফেলেছে। ইকুইটি গবেষণা সংস্থা উইলিয়াম ব্লেয়ারের বিশ্লেষণে দেখা গেছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রে আমদানিকৃত তৈরি পোশাকের প্রায় ৮৫ শতাংশ উৎপাদন করে, সেসব দেশের ওপর গড়ে ৩২ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বিশ্লেষকেরা সতর্ক করেছেন, পোশাক প্রস্তুতকারী দেশগুলোকে নিশানা করার মধ্য দিয়ে শুধু ওই সব দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হবে না, এতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ওপরও চাপ তৈরি হবে। উইলিয়াম ব্লেয়ারের মতে, পণ্যের খরচ প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এবং শেষ পর্যন্ত এতে যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরই জন্যই সমস্যা হতে পারে।

বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। ৪০ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে এই খাত, যাদের বেশিরভাগই নারী। এ অঞ্চলে যেসব দেশে সবচেয়ে বেশিসংখ্যক নারী কর্মী রয়েছেন, সেগুলোর একটি বাংলাদেশ। এত বেশিসংখ্যক নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে মুক্ত করতে সাহায্য করেছে। 

গত বছর ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর বাংলাদেশের স্বৈরশাসকের পতন হয়। এর পর থেকে দেশটি অর্থনীতিকে স্থিতিশীল করতে চেষ্টা করছে। এ ক্ষেত্রে দেশটির জন্য তৈরি পোশাকশিল্প খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এবং আমরা যুক্তরাষ্ট্রে আমাদের পণ্যের বিক্রি বাড়তে দেখছিলাম, তখন এই ধরণের সিদ্ধান্তকে একটি বাণিজ্যযুদ্ধ বা একটি শুল্কযুদ্ধ বলা যায়। বিষয়টি এখন একটি নতুন চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা তৈরি করেছে। ’

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘বাংলাদেশে এমন অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে, যারা শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য সরবরাহের জন্য কাজ করে। কিছু কারখানা (নিজেদের তৈরি পণ্যের) ৮০ শতাংশ, আবার কিছু কারখানা ১০০ ভাগ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এসব কারখানা শুধু যুক্তরাষ্ট্রের অর্ডারগুলো পাওয়ার জন্য বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এই [শুল্কারোপের] সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে। ’

শ্রীলঙ্কায় তৈরি পোশাকশিল্প খাতে সাড়ে তিন লাখের বেশি মানুষ নিযুক্ত রয়েছেন। যারা নাইকি ও ভিক্টোরিয়া’স সিক্রেটের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করেন। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে তৈরি পোশাক খাত থেকে। তাদের পোশাকের বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে।

২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়েছিল। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণোদনার মাধ্যমে ধীরে ধীরে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ায়।

ট্রাম্পের নতুন শুল্কারোপের বিষয়ে শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো বলেন, ‘আগামী ৯ এপ্রিল শুল্ক বাস্তবায়ন শুরু হওয়ার আগে আমরা আলোচনার মাধ্যমে এটি কমানোর সুযোগ আছে কিনা, তা দেখার চেষ্টা করছি। বিশেষ করে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি তা বিবেচনা করে। ’

যুক্তরাষ্ট্র থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ ২০-৩০% কমার শঙ্কা

তিনটি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক বৈঠক করতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোভন ইসলাম। পৃথকভাবে অনুষ্ঠিত বৈঠকগুলোয় ক্রেতারা চীন থেকে মেয়েদের পোশাকের ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তরে ইতিবাচক মনোভাবও দেখায়।

যুক্তরাষ্ট্র থেকে গতকাল শুক্রবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করার পর আমি আবার সেই ক্রয়াদেশ নিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এখন দেখছি, দেব করছে। তার মানে ব্যবসার সুযোগটি এখন অনিশ্চিত। উল্টো একাধিক ক্রেতা প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের চাহিদা কমবে। সেটি হলে আগামী শরৎ ও শীত মৌসুমে পোশাকের ক্রয়াদেশ ২০–৩০ শতাংশ কমতে পারে।’

শোভন ইসলামসহ কয়েকজন রপ্তানিকারকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে এখনই বড় আকারে কিছু না–ও হতে পারে। তবে অতিরিক্ত শুল্ক বজায় থাকলে ক্রয়াদেশে নেতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাড়তি ব্যয়ের হিসাব–নিকাশ শুরু করেছে। ফলে বাংলাদেশ সরকারকে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা দরকার।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিয়ে সরকার কী করছে জানতে বাণিজ্য উপদেষ্টার শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি বলেন, পুরো বিষয়টি বুঝতে আরও কয়েক দিন সময় লাগবে। বাংলাদেশের করণীয় নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ে আগামীকাল রোববার জরুরি বৈঠক হবে বলেও জানান তিনি।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই এমন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। হোয়াইট হাউসের গোলাপবাগানে গত বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় নতুন শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প। তাতে বিশ্বের সব আমদানিকারক দেশের ওপর গড়ে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তার বাইরে বেশ কিছু দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ হয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। চীন পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে।

রয়টার্স ও ভিয়েতনাম প্লাসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের পাল্টা শুল্ক প্রতিরোধে গত ফেব্রুয়ারিতে বিলাসবহুল গাড়ি, সোলার সেল, রাসায়নিকসহ ৩০টির বেশি মার্কিন পণ্যে আমদানি শুল্ক পর্যালোচনার শুরু করে ভারত। কারণ, তাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। গত মাসে ৫৫ শতাংশ মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত করেছে ভারত। অন্যদিকে ভিয়েতনাম গত সপ্তাহে অটোমোবাইল, কৃষিপণ্য, ইথানলসহ ১৬ ধরনের পণ্যে শুল্ক কমিয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৬ ও ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।

বাংলাদেশের পণ্য রপ্তানির ৮০ শতাংশই তৈরি পোশাক। আর সেই পোশাক রপ্তানির একক বড় বাজার যুক্তরাষ্ট্র। গত অর্থবছরের বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ১৮ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কারণে তৈরি পোশাক রপ্তানিকারকেরা তাই দুশ্চিন্তায় পড়েছেন। এই বাজারে যাঁরা জুতা ও চামড়াজাত পণ্য, হোমটেক্সটাইল, হিমায়িত খাদ্য ইত্যাদি পণ্য রপ্তানি করেন, তাঁরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব প্রথম আলোকে বলেন, ৩৭ শতাংশ পাল্টা শুল্ক চার–পাঁচ বছর থাকলে যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ভয়াবহ আকার ধারণ করবে। সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের দ্রুত আলোচনা শুরু করা দরকার।

বাংলাদেশের শীর্ষ পণ্য রপ্তানির অন্যতম হোমটেক্সটাইল। গত অর্থবছর যুক্তরাষ্ট্রের বাজারে এই খাত প্রায় পাঁচ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে। নতুন শুল্কের কারণে বাজারটিতে রপ্তানি কমার শঙ্কা করছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সাবেক চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘হোমটেক্সটাইলে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দেশটির ওপর পাল্টা শুল্ক বসেছে ২৯ শতাংশ। আর আমাদের পণ্যে ৩৭ শতাংশ। ফলে পাকিস্তান স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে।’ তিনি আরও বলেন, হোমটেক্সটাইলে অনেক সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নগদ সহায়তা কমানো এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে হোঁচট খেল।

RMG BANGLADESH NEWS