Home বাংলা নিউজ তাজরীন অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ পেয়েছে ৫৮২ জন

তাজরীন অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ পেয়েছে ৫৮২ জন

তাজরীন অগি্নকাণ্ড ক্ষতিপূরণ পেয়েছে ৫৮২ জন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ পেয়েছেন তাজরীন ফ্যাশন্স কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরা। হতাহতদের বয়স এবং বেতন বিবেচনায় ক্ষতিপূরণের পরিমাণ সর্বোচ্চ ৩০ লাখ টাকা। তবে ১০ লাখ টাকার কম পাননি কেউ। সব মিলিয়ে ৫৮২ জনকে মোট ১৬ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। ক্ষতিপূরণের লক্ষ্যে গঠিত তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রানা প্লাজার ক্ষতিপূরণ নির্ধারণ কাঠামোর ভিত্তিতে তাজরীনের শ্রমিকদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে এ অর্থ থেকে যারা বিজিএমইএ ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বাবদ তিন লাখ টাকা পেয়েছেন তা কেটে রাখা হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্সে ভয়াবহ অগি্নকাণ্ডে ১১২ শ্রমিক নিহত হন। নিখোঁজ হন আরও ৯ শ্রমিক। আহত হন প্রায় ২০০ শ্রমিক। সূত্র জানিয়েছে, নিহত ১০৩ শ্রমিকের পরিবারের ৩৭৮ জন সদস্য ক্ষতিপূরণের জন্য দাবিনামা ফরম জমা দেন। যাচাইয়ের সময় ৫ জনের দাবির পক্ষে সত্যতা মেলেনি। অন্যদিকে নিখোঁজ ৯ জনের পরিবারের ৩৭ জন
ও আহত ১৭২ জনের পরিবারের ৫৮২ জনকে ক্ষতিপূরণের জন্য তালিকাভুক্ত করা হয়।