Home বাংলা নিউজ আশুলিয়ায় গার্মেন্টসের ৩২৩ শ্রমিক ছাঁটাই

আশুলিয়ায় গার্মেন্টসের ৩২৩ শ্রমিক ছাঁটাই

আশুলিয়ায় গার্মেন্টসের ৩২৩ শ্রমিক ছাঁটাই

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৩২৩ জন শ্রমিককে ছাঁটাই করেছে মালিকপক্ষ। বুধবার সকালে বাপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সোনিয়া সোয়ের্টাস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে ছাঁটাইকৃত শ্রমিকরা বেলা ১১টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন।

সোনিয়া সোয়েটারের পরিচালক মাহাবুবুর রহমান বলেন, কারখানায় কাজ না থাকায় ওই শ্রমিকদের ছাঁটাই করে কারখানার মূল ফটকে নোটিশ সাঁটিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে শ্রমিকরা বলছে, ‘কাজ না থাকলে মূল বেতনের অর্ধেক টাকা শ্রমিকদের দেয়ার কথা রয়েছে মালিকপক্ষের। কিন্তু মালিকপক্ষ আমাদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে হঠাৎ করে ছাঁটাই করেছে।’

অন্যদিকে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার দোসাইদ এলাকায় রক নিটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।