Home বাংলা নিউজ গার্মেন্টস শিল্প এলাকায় শনি-রোববার ব্যাংক খোলা

গার্মেন্টস শিল্প এলাকায় শনি-রোববার ব্যাংক খোলা

তৈরি পোশাক শিল্প এলাকায় আগামী শনি ও রোববার বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বিকালে এ সংক্রান্ত একটি সার্কুলার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, আসন্ন ঈদুল আযহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১০ সেপ্টেম্বর শনিবার ও ১১ সেপ্টেম্বর রোববার পূর্ণদিবস (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে।

এতে  ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্যও পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ০৭/১২/২০০৬ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-১৮ মোতাবেক বর্তমানে বিমান, সমুদ্র-নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার নিজস্ব বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।