Home বাংলা নিউজ বিদেশীদের জঙ্গিভীতি দূর হয়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

বিদেশীদের জঙ্গিভীতি দূর হয়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

বিদেশীদের জঙ্গিভীতি দূর হয়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ বলেছেন, গুলশানের হলি আর্টিজানের ঘটনার পরে যেসব বিদেশী শংকিত হয়েছিলেন, তাদের মধ্য থেকে এখন ভয়ভীতি দূর হয়ে গেছে। তার বড় প্রমাণ জেমস মরিয়াটি (এ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর) বলেছেন, ব্যবসা-বাণিজ্যের কোনো খাতে হলি আর্টিজানে ঘটনা ও জঙ্গি তৎপরতায় প্রভাব ফেলবে না। শনিবার দুপুরে আদমজী ইপিজেড রেমি হোল্ডিংস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান, আদমজী ইপিজেডের জিএম আশরাফুল কবীর, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, এডিসি গাউসুল আজম, বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই মালিক এবং কর্মচারীদের সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এখানেও এসবকিছু মানা হচ্ছে দেখে ভাল লাগছে। আমেরিকা সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে।