Home বাংলা নিউজ পোশাক খাতে স্টেপ আপ কর্মসূচি চালু

পোশাক খাতে স্টেপ আপ কর্মসূচি চালু

bangladesh-rmg-worker

পোশাক খাতে সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি স্টেপ আপের সুফল পাবে মালিক-শ্রমিক সব পক্ষ। এ কর্মসূচির ফলে কারখানাগুলোর ব্যবস্থাপনা পর্যায়ে সিআরএস কর্মকাণ্ড, শ্রম অধিকার ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পেশাদার প্রশিক্ষণ পাবেন সংশ্লিস্টরা। ফলে সামাজিক কমপ্লায়েন্সে বিশ্বব্যাপী ব্র্যান্ড ইমেজ বাড়বে বাংলাদেশের।

গতকাল সোনারগাঁও হোটেলে স্টেপ আপ নামের এ কর্মসূচি চালু করা হয়। ডেনমার্কের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচি শুরুতে শুধু ডেনিশ ক্রেতারা বাংলাদেশের যেসব কারখানা থেকে পোশাক আমদানি করেন সেগুলোতে পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে দুই বছর মেয়াদে ১০ কারখানায় স্টেপ আপ চালু হচ্ছে।