Home Bangla Recent বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ — বিশ্বব্যাংক

বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ — বিশ্বব্যাংক

imf projects 4.9% gdp growth for indonesia in 2016

চলতি অর্থবছর (২০১৬-১৭) বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। গতকাল প্রকাশিত বিশ্বব্যাংকের দ্বি-বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে পরের বছর অর্থাত্ ২০১৮ সালে এই  প্রবৃদ্ধির হার আরো কমে ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও নেপাল ছাড়া ভারত, পকিস্তান, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার প্রবৃদ্ধি উর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বাংলাদেশের সরকারি হিসাবে চলতি অর্থবছর ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ রয়েছে।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, অবকাঠামো দুর্বলতা, অপর্যপ্ত বিদ্যুত্, ব্যবসার খরচ বেশি  হওয়ায় বাংলাদেশের সম্ভাবনার চেয়ে ধীরে এগুচ্ছে। তবে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগে শক্তিশালী অবস্থান এবং রফতানি বাণিজ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পেরেছে। ফলে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার ২০১৬ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। ২০১৮ সালে প্রবৃদ্ধির হার হতে পারে ৭ দশমিক ১ শতাংশ। এ বছর ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ ভাগ, আফগানিস্তানের ২ দশমিক ৪ ভাগ, ভুটানের ৬ দশমিক ৮ ভাগ, মালদ্বীপ ৪ দশমিক ৫ ভাগ, নেপাল ৬ ভাগ, পাকিস্তান ৫ দশমিক ২ ভাগ ও শ্রীলঙ্কা ৪ দশমিক ৭ ভাগ।