Home বাংলা নিউজ পোশাক শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

পোশাক শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

তৈরি পোশাক শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসকে ইস্যু করে বেশিরভাগ গার্মেন্টস কর্তৃপক্ষ গণহারে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অথচ এ ধরনের পরিস্থিতি যেন না ঘটে সেজন্য সরকার প্যাকেজ প্রণোদনা হিসাবে স্বল্পসুদে পাঁচ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। সরকারের এই ঘোষণার কোনো প্রতিফলন গার্মেন্টস ক্ষেত্রে প্রতীয়মান হচ্ছে না। শ্রমিক-জনতার মধ্যে যেমন অসন্তোষ সৃষ্টি হচ্ছে, তেমনিই বিক্ষোভ সঞ্চার হচ্ছে। তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বাহাল ও পুনর্বাসন করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভানেত্রী সালেহা ইসলাম সান্তনা, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক তপন সাহা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here