Home বাংলা নিউজ ডলারের মূল্যবৃদ্ধি ও জিডিপি প্রবৃদ্ধি কমায় মাথাপিছু আয় কমেছে বাংলাদেশের

ডলারের মূল্যবৃদ্ধি ও জিডিপি প্রবৃদ্ধি কমায় মাথাপিছু আয় কমেছে বাংলাদেশের

মার্কিন ডলার ও স্থানীয় মুদ্রা টাকা উভয় হিসাবেই কমেছে মাথাপিছু আয়…

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ২০২১–২২ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে বাংলাদেশে গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৯৩ মার্কিন ডলার। এর আগে প্রকাশ করা সাময়িক হিসাবে বিবিএস বলেছিল, একই অর্থবছর শেষে দেশে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার। মূলত টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া এবং জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের কারণেই মাথাপিছু আয় কমেছে। 

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) পরিসংখ্যান ব্যুরো  মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাময়িক হিসাবকালে প্রতি ডলারের দাম ৮৫ টাকা ৫৩ পয়সা ধরা হয়। আর চূড়ান্ত হিসাব করার সময় বা ডলারের দর ৮৬ টাকা ৩০ পয়সা ধরা হয়। একারণে ডলারের হিসাবে মাথাপিছু আয় কিছুটা কমে। 

পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও চূড়ান্ত হিসাবে কমেছে। এই হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। কয়েক মাস পূর্বের সাময়িক হিসাবে যা ছিল ৭ দশমিক ২৫ শতাংশ।   

প্রবৃদ্ধি কমায় টাকার হিসাবেও সামান্য বা ৪২৩ টাকা কমেছে মাথাপিছু আয়। ফলে সাময়িক হিসাবের দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা থেকে তা চূড়ান্ত হিসাবে কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪১ হাজার ৪৭ টাকায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here