Home বাংলা নিউজ ফুটওয়্যার ডাইজেস্ট শিল্পের বিকাশে সহায়তা করবে: ডাঃ হাসান মাহমুদ

ফুটওয়্যার ডাইজেস্ট শিল্পের বিকাশে সহায়তা করবে: ডাঃ হাসান মাহমুদ

ঢাকা, মার্চ 6, 2023 (বাসস)- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাঃ হাছান মাহমুদ আশা প্রকাশ করেছেন যে নতুন ম্যাগাজিন ‘দ্য ফুটওয়্যার ডাইজেস্ট’ বাংলাদেশের পাদুকা শিল্পে উত্সাহজনক ভূমিকা পালন করবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে স্থানীয় একটি হোটেলে মাসিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসিক পত্রিকার সম্পাদক মেহেদী মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ অ্যান্ড এনার্জিপ্যাক-এর উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন এমপি, পরিচালক মিকাইল শিপার এবং বুয়েটের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাসান বলেন, “আমি আশা করি এই মাসিকটি দেশের পাদুকা শিল্পকে তুলে ধরবে।”

তিনি বলেন, দেশের উন্নতির জন্য পাদুকা শিল্পের প্রবৃদ্ধি প্রয়োজন এবং এই শিল্পের প্রশংসা করেন কারণ বর্তমানে 200টিরও বেশি কারখানা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছয় লাখেরও বেশি লোকের কর্মসংস্থানের পাশাপাশি 1.3 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানিতে অবদান রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here