Home বাংলা নিউজ আরএমজি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না: বিজিএমইএ সভাপতি

আরএমজি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আজ (২৬ সেপ্টেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা মার্কিন বাজারে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।

উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সম্প্রতি গণমাধ্যমে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা পাচারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

১০টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি বিজিএমইএর সদস্য, দুটি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য এবং এ দুই সংগঠনের সঙ্গে যুক্ত নয়।

পোশাক কারখানার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তদন্তে পৃথক টাস্কফোর্স গঠনের দাবি জানান ফারুক।

পশ্চিমা ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপের কারণে পোশাকের খুচরা বিক্রি কমে যাওয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here