Home বাংলা নিউজ পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখা ২ ও ৩ জুলাই খোলা

পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখা ২ ও ৩ জুলাই খোলা

পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখা ২ ও ৩ জুলাই খোলা

শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী ২ ও ৩ জুলাই তৈরি পোশাক কারখানা সংশ্লিষ্ট সব ব্যাংক শাখা খোলা থাকবে। ২ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি ও ৩ জুলাই রোববার পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। তবে পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। সরকার ৪ জুলাই ছুটি ঘোষণা করায় সেদিন ব্যাংক খোলা থাকবে কি-না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৪ জুলাই সোমবার সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ দিনও সারাদেশে ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে গতকাল একটি চিঠি দিয়েছে বিজিএমইএ। আগামী রোববার গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ছাড়া বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরে অবস্থিত ব্যাংকের বৈদেশিক লেনদেনকারী (এডি) শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা থাকে। সংশ্লিষ্টরা জানান, ২ ও ৩ জুলাই ব্যাংক খোলা রাখার বিষয়েও সার্কুলার হবে আগামী রোববার।