Home বাংলা নিউজ তৈরি পোশাক রপ্তানিতে সুদিন আসছে বাংলাদেশের

তৈরি পোশাক রপ্তানিতে সুদিন আসছে বাংলাদেশের

জার্মানির বার্লিনে ডয়চে ভেলের স্টুডিওতে আয়োজিত ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এমন আশা ব্যক্ত করেছেন আলোচকরা৷ করোনার কারণে দেশের রপ্তানির সবচেয়ে বড় খাতটি বিপাকে পড়েছিল৷ পোশাক কারখানার উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর হিসাবে, তিন শতাধিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৩১৫ কোটি ডলারের রপ্তানি আদেশ স্থগিত হয়েছিল৷ সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি নেমে এসেছে দুই হাজার ৭৯৫ কোটি ডলারে, যা তার আগের বছরের চেয়ে ৬১৮ কোটি ডলার কম৷ তবে এই পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে৷ নতুন অর্ডার পাচ্ছে কারখানাগুলো৷ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, ‘‘এখন আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি৷ প্রায় প্রত্যেকটা কারখানায় ৭০ ভাগ বুকিং আছে৷ ছোট ছোট কিছু কারখানা এখনও একটু সমস্যায় আছে৷ সেপ্টেম্বর, অক্টোবরে এই পরিস্থিতি ৯০ ভাগ ভালো হয়ে যাবে৷’’ তার প্রত্যাশা, করোনার ভ্যাকসিন যদি চলে আসে ২০২১-এ রপ্তানি ২০ ভাগ বাড়বে৷ বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপ৷ আলোচনায় অংশ নিয়ে চেক প্রজাতন্ত্র প্রবাসী ব্যবসায়ী আবুল বাশার লিটন বলেন,  এখানকার অনেক দেশেই রপ্তানি আরো বাড়ানোর সুযোগ আছে৷ এক্ষেত্রে চেক প্রজাতন্ত্রসহ আশেপাশে নতুন বাজার খোঁজার উপরও জোর দেন তিনি৷ তবে এরইমধ্যে ইউরোপে সরকার নতুন বাজার খুঁজতে কাজ শুরু করেছে বলে জানান জার্মানির এনআরভে রাজ্যের অনারারি কনসাল জেনারেল হাসনাত মিয়া৷ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ৩০ ভাগেরই গন্তব্য জার্মানি৷ যেটা প্রায় ৫০৯ কোটি ডলার৷ জুন পর্যন্ত ২১ দিনে শুধু জার্মানিতে ১৮০ কোটি ডলার রপ্তানি হয়েছে৷তিনি বলেন, ইউরোপের পরিস্থিতির উন্নতি হচ্ছে, এক্ষেত্রে বাংলাদেশ যাতে কোনোভাবে বাজার না হারায় সেজন্য কাজ করতে হবে৷ রপ্তানির ক্ষেত্রে দামের বিষয়টিও আলোচনায় উঠে আসে৷ কারখানা মালিকরা অনেক সময় অভিযোগ করেন, ক্রেতাদের কাছ থেকে তারা ন্যায্য দাম পান না৷ জার্মান প্রবাসী ব্যবসায়ী জাহিদ ঠাকুর মনে করেন, এজন্য রপ্তানিকারকদেরও দায় রয়েছে৷ নিজেদের মধ্যে ক্রেতা ধরার প্রতিযোগিতার কারণেই তারা যথাযথ দাম পাচ্ছেন না৷ এই বিষয়ে বিজিএমইকে মনযোগী হওয়ার পরামর্শ তার৷ তবে এ কে আজাদ বিষয়টিকে বড় করে দেখেন না৷ তিনি মনে করেন, বাংলাদেশের একমাত্র সুবিধা সস্তা শ্রম এবং পণ্যের কম দাম, যা না থাকলে অবকাঠামোগত কারণে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের বাজার অন্য দেশে চলে যাবে৷ চট্টগ্রাম থেকে আলোচনায় অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী৷ তিনি অভিযোগ করে বলেন, করোনার সময়ে তৈরি পোশাক খাতে খুবই নগণ্য প্রণোদনা দিয়েছে সরকার৷ এক্ষেত্রে ঋণকে প্রণোদনা বলাও ঠিক হচ্ছে না৷ আবার আওয়ামী লীগের না হলে কোনো ব্যবসায়ী ঋণ পান না বলেও দাবি এই রাজনীতিবিদের৷ ‘‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশে এখন ব্যবসা করা খুবই কঠিন,’’ বলেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here