Home বাংলা নিউজ তৈরি পোশাক খাতে আরও প্রণোদনা সুবিধা

তৈরি পোশাক খাতে আরও প্রণোদনা সুবিধা

কভিড-১৯ মহামারিতে তৈরি পোশাক খাতকে আরও একটি সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় কারখানার পরিবেশ উন্নয়ন ও কর্মীদের সুরক্ষায় সেরাপ তহবিল থেকেও অর্থ নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। গতকাল এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, সেরাপ তহবিল থেকে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা কারখানা নির্মাণের পূর্বেই ‘প্রি-ফাইন্যান্স ক্রেডিট’ সুবিধা নিতে পারতেন। কারখানার পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি, কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে এ তহবিল থেকে ঋন নিতে পারেন উদ্যোক্তারা। কিন্তু করোনা মহামারিতে অনেক কারখানাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এ তহবিল থেকেও ঋণ দেওয়ার সুবিধা উš§ুক্ত করা হলো। এর ফলে দেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের আরও একটি খাত থেকে ঋণ নেওয়ার সুযোগ তৈরি হলো। এ তহবিলের অর্থ পরিশোধ পূর্বের নীতিমালার মতোই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here