Home বাংলা নিউজ তৈরি পোশাক খাতের ৭ শতাধিক প্রতিষ্ঠান সেরাই প্ল্যাটফর্মে

তৈরি পোশাক খাতের ৭ শতাধিক প্রতিষ্ঠান সেরাই প্ল্যাটফর্মে

এইচএসবিসির অধীন ডিজিটাল বিটুবি প্ল্যাটফর্ম সেরাই তৈরি পোশাক খাতের জন্য বৈশ্বিক বাণিজ্য সহজ করে দিয়েছে। বাংলাদেশে গত বছরের শেষ দিকে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ৭ শতাধিক স্থানীয় পোশাক প্রস্তুতকারক প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েলাটেক্স, ডিবিএল গ্রুপ ও এনভয় টেক্সটাইলসের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান সেরাইয়ের তালিকাভুক্ত। বিনামূল্যে একটি ডিজিটাল প্রোফাইল পরিচালনার সুবিধা দেওয়ার মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক এবং সরবরাহকারীদের ডিজিটাল যোগাযোগ স্থাপনে সাহায্য করে আসছে সেরাই। ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, ‘ডিবিএলের জন্য বিভিন্ন নতুন ক্রেতা, ব্র্যান্ড এবং সরবরাহকারীদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত করে নতুন সুযোগ সন্ধানের দ্বার উন্মোচন করে দিয়েছে সেরাই। পাশাপাশি তাদের স্টেকহোল্ডারদের কাছে অত্যন্ত সুন্দর ও কার্যকর পদ্ধতিতে আমাদের পণ্য-সেবা, অর্জনসমূহ, প্রশংসাপত্র ইত্যাদি বিষয়বস্তু তুলে ধরতে সাহায্য করছে।’ সেরাইয়ের সিইও বিবেক রামাচন্দ্র বলেন, ‘একটি শক্তিশালী এবং বহুলব্যবহূত অনলাইন প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সাহায্য করছে সেরাই। তৈরি পোশাক খাত নিজস্ব আধুনিকায়নের, নতুন ব্যবসায়িক সুযোগ সন্ধানের এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গঠনের এই সুযোগ কাজে লাগাচ্ছে। এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘সেরাই-এর মতো একটি প্ল্যাটফর্ম বাংলাদেশি তৈরি পোশাক উৎপাদনকারীদের খরচ ও সময় বাঁচিয়ে বিশেষ সাহায্য করবে এবং এসব সেবাসমূহ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here