Home বাংলা নিউজ গুলশানে বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ

গুলশানে বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ

তৈরি পোশাক খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ স্থাপন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। রাজধানীর (২৬ আগস্ট) গুলশানের বিজিএমইএ পিআর অ্যান্ড মিডিয়া সেন্টারে স্থাপিত এই লাউঞ্জের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শহিদ উল্লাহ আজিম ও পরিচালক মো. মহিউদ্দিন রুবেল ।

সাংবাদিকরা যেন তাদের প্রতিবেদনে পোশাক শিল্পের প্রকৃত তথ্য সংবলিত শিল্পের যথাযথ চিত্র তুলে ধরতে পারেন এবং শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে লক্ষ্যে শিল্প ও গণমাধ্যমের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার প্রয়াসের অংশ হিসেবে এই পিআর ও মিডিয়া লাউঞ্জ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের পোশাক শিল্প দেশি ও আন্তর্জাতিক উভয় অঙ্গনের সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি একটি মর্যাদাজনক স্থানে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আর এই অর্জনের পেছনে গণমাধ্যমকর্মীদের বিশাল অবদান রয়েছে। আমরা আশা করি, সাংবাদিকরা শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ, বিশ্লেষণধর্মী এবং গঠনমূলক প্রতিবেদন তৈরি অব্যাহত রাখবেন।’

তিনি বলেন, ‘এই পোশাক শিল্প লাখো লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। এই শিল্প বিষয়ে প্রকৃত তথ্য উপস্থাপন ও বিভ্রান্তি দূর করে শিল্পের যথাযথ চিত্র তুলে ধরতে আমরা গণমাধ্যমসমূহকে আহ্বান জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here