Home Blog Page 434

সুখবর দিচ্ছে পাটপণ্যের রফতানি আয়

চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয়ে বড় রকমের হোঁচট খেলেও পাটপণ্যের রফতানি আয় সুখবর দিচ্ছে বাংলাদেশকে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে পাটপণ্যে লক্ষ্যমাত্রা থেকে আয় বেড়েছে ২৮.১২ শতাংশ। এ সময়ে এই খাত থেকে আয় এসেছে ৬৯ কোটি ৭৬ লাখ ডলার। তবে পাটপণ্যে রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়ালেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয়ে বড় রকমের হোঁচট খেয়েছে বাংলাদেশ। ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ২ হাজার ৬২৪ কোটি ১৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪.৭৯ শতাংশ কম। লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১২.৭২ শতাংশ। ইপিবির তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা কোনটাই স্পর্শ করতে পারেনি দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরের ৮ মাসে ২ হাজার ১৮৪ কোটি ৭৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫.৫৩ শতাংশ কম। একই সঙ্গে লক্ষ্যমাত্রার তুলনায় আয় কমেছে ১৩.৪৫ শতাংশ। এদিকে, চামড়া রফতানিতেও নেতিবাচক প্রবণতা রয়েছে। অর্থবছরের প্রথম ৮ মাসে ৯.৪ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে চামড়াজাত পণ্য রফতানিতে। এ খাত থেকে আয় এসেছে ৬৩ কোটি ১৮ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় কমেছে ১২.৫১ শতাংশ। গত অর্থবছর জুড়েও চামড়াজাত পণ্য রফতানিতে আয় ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

দেশের রফতানি আয়ে বড় ধস

এছাড়া গত আট মাসে প্লাস্টিক পণ্যে প্রবৃদ্ধি কমেছে ১.৮ শতাংশ। এ সময়ে আয় হয়েছে ৭ কোটি ৫৪ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৩.৯১ শতাংশ কম। গত ৭ মাসে হোম টেক্সটাইল খাতে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা দু’টিই কমেছে। এ সময় আয় এসেছে ৫২ কোটি ৬০ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি মাস শেষে কৃষি পণ্য রফতানি আয়ের প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ খাত থেকে আয় এসেছে ৬৬ কোটি ৭৩ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় কমেছে ৯.৮৩ শতাংশ। অন্যদিকে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ৩.৮৩ শতাংশ।

সুচে সুতা লাগানো সহজ হয়েছে ৬২ শতাংশ পোশাক শ্রমিকের

চশমা ব্যবহারের পর ৬২ শতাংশ পোশাক শ্রমিক আগের তুলনায় সহজে সুচে সুতা লাগাতে পারছেন। ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস (সিভিডব্লিউ) প্রোগ্রামের আওতায় চশমা পেয়ে কাজের গতি বেড়েছে এসব পোশাক শ্রমিকের। চোখের স্বাস্থ্য পরীক্ষা ও সাশ্রয়ী মূল্যে চশমা সরবরাহ করার মাধ্যমে কর্মীদের সুরক্ষা ও উৎপাদনশীলতা বাড়াতে ভিশনস্প্রিংয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। যার মাধ্যমে বাংলাদেশের ১৮ হাজারেরও বেশি পোশাক শ্রমিক চশমা পেয়েছেন। গতকাল কর্মী কল্যাণ ও উৎপাদনশীলতা বাড়াতে ভিশনস্প্রিং আয়োজিত এক সভায় এ তথ্য দেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি ছাড়াও অংশ নেন দেশ ও দেশের বাইরের শিল্প খাতের নীতিনির্ধারকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুচে সুতা লাগানোর কাজ আগের তুলনায় সহজ হওয়ায় ৭৯ শতাংশ পোশাক শ্রমিক কর্মক্ষেত্রে হতাশা থেকে মুক্তি পেয়েছেন। এ অবস্থায় চোখের কোনো সমস্যা দেখা দিলে চশমা ব্যবহারের গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, ভিশনস্প্রিংয়ের উদ্যোগে সিভিডব্লিউ একটি সামাজিক উদ্যোগ। এ উদ্যোগের আওতায় বিশ্বব্যাপী ৬০ লাখের বেশি মানুষের চশমাকে সুলভ্য করা হয়েছে। সভায় ক্লিয়ার ভিশনকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও সামাজিক প্রভাবক হিসেবে উপস্থাপন করেন বক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এটা ভালো একটি উদ্যোগ। এখানে প্রতিষ্ঠানের কর্মী ও পরিচালনা পর্ষদের জন্য সাশ্রয়ী মূল্যে রিডিং গ্লাস ও চিকিৎসক কর্তৃক সুপারিশকৃত চশমা বিতরণ করা হয়ে থাকে। ভিশনস্প্রিং ও আরএমজি (তৈরি পোশাক খাত) সোর্সিং ব্র্যান্ডগুলোর সহযোগী হতে পেরে ইউএসএআইডি গর্বিত। এ সময় তিনি সিভিডব্লিউ প্রোগ্রামকে বেসরকারি খাতে অবদান রাখতে এমন কর্মসূচির উত্কৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (জেনেভা) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, ভিশনস্প্রিংয়ের এ উদ্যোগ বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য কর্মক্ষেত্রে চোখের সুস্থতা নিশ্চিত করতে প্রসংশনীয় ভূমিকা রাখছে। এটা পোশাক শ্রমিকদের কাজের দক্ষতা বাড়িয়ে দেবে বলেও জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন পর্বে ভিশনস্প্রিংয়ের সিইও এলা গুডউইন বলেন, বিশ্বের কমপক্ষে এক-চতুর্থাংশ শ্রমিকের চশমা ব্যবহার করা আবশ্যক। ঝাপসা চোখে সুচে সুতা লাগানো, ফ্যাব্রিকের ত্রুটি খোঁজা, তাঁত চালানো কিংবা চায়ের কুঁড়ি সংগ্রহ করার চিত্রটি একবার ভাবা যাক। এমন দৃশ্য সত্যিই বেদনাদায়ক। তবে সুসংবাদ হলো, ৭০০ বছরের পুরনো আবিষ্কার চশমা অস্পষ্ট দৃষ্টির সমাধান দেয়ার পাশাপাশি বিশ্বব্যাপী মানুষের কল্যাণ নিশ্চিত করে চলেছে। চোখের স্বাস্থ্য পরীক্ষা করে চশমা নিতে পারলে শ্রমিকদের উৎপাদনশীলতাও বাড়বে বলে ধারণা করেন তিনি। তিনি জানান, ইউএসএআইডি ও বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সহযোগিতায় ভিশনস্প্রিং সিভিডব্লিউ প্রোগ্রামের মাধ্যমে কারখানা ও কৃষি খাতের শ্রমিকদের জন্য ভিশন স্ক্রিনিং দল গঠন করে এবং সাশ্রয়ী মূল্যে চশমা নিশ্চিত করে। ২০১৮ সালে বাংলাদেশে প্রোগ্রামটি চালু হওয়ার পর থেকে ১৬টি কারখানার প্রায় ৬৬ হাজার কর্মী সুবিধা গ্রহণ করেছেন। যাদের মধ্যে ৭০ শতাংশই ছিলেন নারী এবং ২৭ শতাংশেরই চশমা ব্যবহারের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি।  এ সময় তিনি ২০২২ সালের মধ্যে ২ লাখ ৫০ হাজার কর্মীর চোখ স্ক্রিনিং করার প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

রফতানি সংকটে শ্রীলংকার তৈরি পোশাক খাত

নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল চীন থেকে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এরই মধ্যে ধুঁকছে শ্রীলংকার তৈরি পোশাক খাত। তার ওপর ইউরোপে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ খাতে সংকট আরো তীব্র হয়ে উঠেছে। গত সপ্তাহে ইতালিসহ ইউরোপের বেশক’টি দেশে কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে উদ্যম হারিয়ে ফেলেছেন অঞ্চলটির ক্রেতা ও খুচরা বিক্রেতারা। ফলে সার্বিকভাবে কমে গেছে শ্রীলংকার তৈরি পোশাকের রফতানি আদেশ। খবর ইকোনমি নেক্সট।

শ্রীলংকার অ্যাপারেলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেহান লাখানি বলেন, আমাদের তৈরি পোশাকের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এ খাতে নতুন সংকট হলো, যেসব বাজারে আমরা পোশাক রফতানি করি, সেগুলো নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত। ইতালিতে এরই মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। একইভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে জার্মানিতেও। ফলে এসব বাজারে আমাদের ক্রয়াদেশ বাতিল হয়ে যাচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে। কিছু কিছু ম্যানুফ্যাকচারার আশঙ্কা করছে, সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া আগামী মৌসুম থেকে তাদের ক্রয়াদশে ২০-৩০ শতাংশ কমে যেতে পারে। বিষয়টি আমাদের পোশাক রফতানিকারকদের জন্য বেশ ভীতিকর।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর শ্রীলংকার তৈরি পোশাকের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার ইতালি। ২০১৮ সালে ইউরোপের দেশটিতে শ্রীলংকা থেকে পোশাক রফতানি হয়েছিল ৪৬ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের। একই সময়ে যুক্তরাজ্যে রফতানি হয়েছিল ৭৩ কোটি ৭০ লাখ ডলারের পোশাক। ওই বছর পুরো ইউরোপে শ্রীলংকা থেকে পোশাক রফতানি হয় ২০০ কোটি ডলারের।

লাখানি বলেন, ইউরোপে যে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়বে, তা আমরা আশা করিনি। বর্তমানে আমাদের পোশাক খাতের জন্য এটি সব চেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। কারণ সংক্রমণ ভয়ের কারণে ক্রেতারা ঘর থেকে অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। তারা পোশাক কিনতে দোকানে খুব একটা যাচ্ছেন না। ফলে বর্তমান পরিস্থিতিতে শ্রীলংকার পোশাক খাতের সংকট দ্বিগুণ হয়ে দেখা দিয়েছে। একদিকে পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে উল্লেখযোগ্য হারে কমে গেছে ক্রয়াদেশ।

বর্তমানে শ্রীলংকার শীর্ষ রফতানি পণ্য হলো তৈরি পোশাক। ২০১৯ সালে মোট ১ হাজার ১৯০ কোটি ডলার বৈদেশিক আয়ের মধ্যে সাড়ে পাঁচশ কোটি ডলারই এসেছিল তৈরি পোশাক থেকে। এছাড়া শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত থেকে জানা গেছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির মাধ্যমে আয় হয়েছিল ২২০ কোটি ডলার। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে, দেশটিতে সোমবার পর্যন্ত মারা গেছে অন্তত ছয়জন। অন্যদিকে ইতালিতে ক্রমে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসটির সংক্রমণের বিস্তার ঘটছে শ্রীলংকার তৈরি পোশাকের চতুর্থ বৃহত্তম ক্রেতা জার্মানিতেও। এ অবস্থায় বৈশ্বিক বাজারগুলোয় শ্রীলংকার পোশাক রফতানি বহুলাংশে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে চান্দ্র নববর্ষের পর থেকেই চীনে বহু কারখানা বন্ধ ছিল। ফলে এসব কারখানা থেকে উল্লেখযোগ্য হারে কমে যায় কাপড়সহ অন্য কাঁচামাল সরবরাহ। এ অবস্থায় শ্রীলংকার কারখানাগুলো আগের ক্রয়াদেশের পোশাক উৎপাদন করতেই হিমশিম খাচ্ছে। বর্তমানে চীনের কারখানাগুলো ফের চালু হচ্ছে, কিন্তু সেখান থেকে পণ্য সরবরাহ স্বাভাবিক হতে আরো কয়েক সপ্তাহ লাগবে বলে মনে করছেন লাখানি।

তিনি বলেন, পোশাক খাতে কাঁচামালের যে সংকট সৃষ্টি হয়েছে, তা আগামী মে-জুন পর্যন্ত চলবে। ফলে বেশকিছু কারখানা রয়েছে, যেগুলো দু-তিন সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাবে। অনেকেই বিকল্প হিসেবে তুরস্ক, ইন্দোনেশিয়া ও কোরিয়া থেকে পলিয়েস্টার এনে কারখানা চালু রাখার চেষ্টা করলেও সবাই তা পারবে না।

Crisis in RMG sector: BGMEA offers coronavirus battle plan

Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has put forward a nine-point proposal to protect the local ready-made garment (RMG) sector from the curse of coronavirus. The proposal included the rescheduling of bank loans of garment owners with a 7.0-per cent interest rate. BGMEA made the proposal at a view-exchange meeting held at its Chattogram regional office on Sunday. The local ready-made garment (RMG) sector has been hit hard by the novel viral strain globally, said the leaders of the apex garment association. The RMG sector is in crisis due to coronavirus pandemic. RMG supply chain is severely hampered for the reason, they added. “If the crisis lingers,” they said, “RMG exports will get hampered for long. So, the eight-year bank loans of garment owners should be rescheduled with 7.0-per cent interest rate.” The meeting took a nine-point proposal to start talks with ministries concerned very soon. The proposals include government intervention in payment of wages and bonus on Eid, package facility for losing industries, time extension for paying gas and power bills, ending harassment of garment owners and cutting reliance on China for importing accessories. The meeting decided to start advocacy with the government to fix the current crisis in the RMG sector. BGMEA first vice-president Mohammed Abdus Salam chaired the meeting where vice-president AM Chowdhury and directors Mohammed Musa, Anjan Shekhor Das, Mohammed Atik, Khondakar Belayet Hossain and Enamul Aziz Chowdhury spoke. Former leaders SM Fazlul Haque, Khalilur Rahman, Nasir Uddin Chowdhury, Mainuddin Ahamed Mintu, Mohammed Ferdous, AKM Saleh Uddin, Sajedul Islam, Helal Uddin Chowdhury, Emdadul Haque Chowdhury, ANM Saifuddin, among others, also spoke.

RMG supply chain takes hit due to coronavirus outbreak

With no let up in the spread of the coronavirus around the globe, the supply chain of Bangladesh’s readymade garments (RMG) sector is taking a hit as its main sourcing destination, China, is the epicentre of the outbreak. Prices of all garment accessories, including yarn and sewing threads, have already gone up, Rubana Huq, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said in a statement yesterday. “Prices have increased by almost 50 per cent. This is killing us. If regular shipments from China do not resume within the next two weeks, we will not be able to procure any trim properly as most of the raw materials are imported from China,” she added. Huq said the items whose supply chain got disrupted included yarn, sewing threads, paper, plastic items (buttons), and twill tape. She also said even the dyeing cost was increasing unacceptably. “In general, we are possibly going to take a hit for three to four months,” she added. Mostafiz Uddin, founder and CEO of the Bangladesh Denim Expo and Bangladesh Apparel Exchange (BAE), said the coronavirus had already disrupted the business for garments suppliers in Bangladesh. “For raw materials and other inputs, we are still heavily dependent on China. In fact, more than 50 per cent of Bangladesh’s textile and textile-related goods, including garment accessories, are imported from that country,” he explained. “In addition, about 40 per cent of capital machinery and spare parts for the textile and garments industry comes from that country,” he added. Mostafiz said for all the progress made by the country’s RMG sector in recent years, the lack of vertical integration—Bangladesh only carries out one part of the supply chain process—had remained a major source of vulnerability. “It is Achilles’ heel for our industry,” he added. He also said that the coronavirus outbreak could be viewed as a wake-up call for the Bangladeshi RMG industry and also for the apparel industry globally. “This heavy dependence on China is unhealthy in many ways. As any disruption to the supply chain by an epidemic like the coronavirus can be devastating, there is a real risk that some businesses may never recover from the shock,” he added. On February 15 this year, Bangladesh Garments Accessories and Packaging Manufacturers and Exporters Association (BGAPMEA) president Abdul Kader Khan said they feared losing an estimated Tk. 1,500 crore if the coronavirus outbreak in China lingered, as the sector was already running short of raw materials. “We fear that the supply of raw materials from China will remain suspended until March because of the outbreak. This would create a serious crisis in the garments accessories and packaging sector, as we need raw materials worth USD 4 billion per year and 40 per cent of that comes from China,” he added. Talking with The Independent yesterday, Abdul Kader said a total of 1,744 factories across the country had been producing 35 garments accessories and packaging items. “Raw materials for most of these factories come from China. Owing to the coronavirus outbreak and the prolonged holiday period for the Chinese new year, we have failed to resume the import of raw materials from different Chinese provinces,” he added. Abdul Kader said a large number of factories were seriously suffering from a dearth of raw materials. “Finding alternative destinations for raw materials is not an easy task as very few countries offer as competitive prices as China,” he added. Rafez Alam Chowdhury, advisor to the BGAPMEA, said most accessories-makers did not have a large capacity to store raw materials and were dependent on constant and regularised import. “The capacity of storage depends on the size of factories as well as the financial strength and capacity to cope up with the work orders. On average, a factory can store raw materials for two months. So, most of us have already run out of raw materials,” he added.

‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে’

পাইকারী, খুচরা ও সঞ্চালন- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। দাম বৃদ্ধির পক্ষে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিদ্যুতের দাম বৃদ্ধিকে অযৌক্তিক হিসেবে দেখছেন (ক্যাব) সভাপতি গোলাম রহমান। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহ সভাপতি সিদ্দিকুর রহমান মনে করছেন এতে পিছিয়ে পড়বে শিল্প খাত। বৃহস্পতিবার বিইআরসি সংবাদ সম্মেলন করে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। নতুন এই দাম আগামী মার্চ মাস থেকে কার্যকর হবে। বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক মন্তব্য করে ক্যাব সভাপতি গোলাম রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘যে কারণ দেখিয়ে দাম বড়ানো হয়েছে তা অযৌক্তিক। এটা ঠিক হয় নি। আমরা ক্যাবের পক্ষ থেকে যুক্তি দিয়ে দেখিয়েছি বিদ্যুতের দাম বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই। এমনিতেই বিভিন্ন কারণে অর্থনীতি চাপে রয়েছে।’ দুর্নীতি দমন কমিশনের সাবকে এই চেয়ারম্যান বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে। এর ফলে অপচয় ও দুর্নীতি বেড়ে যাবে। অপব্যয় ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে। ভোক্তা পর্যায়ে ব্যয় বেড়ে যাবে।’ করোনা ভাইরাসের প্রভাবে ম্যানুফ্যাকচারিং খাতে স্থবিরতা কাজ করছে মন্তব্য করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো সিদ্দিকুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ালে দেশের শিল্পখাতে বড় ক্ষতি হবে। পিছিয়ে পড়বে উৎপাদন খাত।’  তৈরি পোশাক খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি  বলেন, ‘পোশাক রপ্তানিতে নেতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। নানা সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক খাত। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ালেই সেটা আমাদের ওপর একটা বাড়তি চাপ হিসেবেই আসবে।’

কাঁচামালের অভাবে হাতছাড়া হচ্ছে ক্রয়াদেশ

বিশ্বমন্দা ও প্রতিযোগিতার মুখে পোশাক খাত নেতিবাচক প্রবৃদ্ধির দিকে হাঁটছে। ২০১৮-১৯ অর্থবছরে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেলেও ২০১৯-২০ অর্থবছরে এখন পর্যন্ত এ খাতে প্রবৃদ্ধি ৫ দশমিক ৭১ শতাংশ। এছাড়া গত এক বছরে নিট ও ওভেন পোশাকের কারখানা বন্ধ হয়েছে ১৪৩টি ও কর্মচ্যুত হয়েছেন ৭৩ হাজার কর্মী। চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় পোশাক শিল্পের কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। কাঁচামাল সংকটের কারণে বিদেশী বায়ারদের ক্রয়াদেশও এখন নেয়া যাচ্ছে না।

গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রাম কার্যালয়ে ‘পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতির ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

বিজিএমইএর প্রথম সহসভাপতি আব্দুস সালাম বলেন, বাংলাদেশের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। দেশের তৈরি পোশাকের ৬০ ভাগ রফতানি হয় সেখানে। কিন্তু ইইউতে ২০১৯-২০ অর্থবছরে রফতানি কমেছে ৬ দশমিক ১৮ শতাংশ। ইইউতে বিশ্বের রফতানিকারকদের মধ্যে চীনের পরই বাংলাদেশের অবস্থান। সম্প্রতি করোনাভাইরাসের কারণে চীনের রফতানি কমে যাওয়ার সুযোগ বাংলাদেশ নিতে পারেনি। সে সুযোগ নিয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, শ্রীলংকার মতো দেশ। বাংলাদেশ সে সুযোগ নিতে পারেনি। এর মধ্যে আবার ভিয়েতনামের সঙ্গে এফটিএ চুক্তি করেছে ইইউ। যার প্রভাব আমাদের পোশাক খাতকে আরো প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছে।

এ সময় বক্তারা বলেন, নভেল করোনাভাইরাসের প্রভাব আমাদের পোশাক খাতের ওপর পড়েছে। চীন থেকে বাংলাদেশে ভোগ্যপণ্য, পোশাক শিল্পের কাঁচামালসহ আমদানি হয় ১৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের পণ্য। যার মধ্যে ৩৭ শতাংশ হলো পোশাক খাতের কাঁচামাল। সেজন্য চীনের বিকল্প এখন আমাদের হাতে নেই। এখন যদি পাকিস্তান কিংবা কোরিয়া থেকে ফ্যাব্রিকস কিংবা অ্যাকসেসরিজ আমদানি করতে হয়, তাহলে খরচ দ্বিগুণ পড়বে। এ কারণে আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে। নয়তো অনেক কারখানা লিড টাইমের মধ্যে রফতানি করতে পারবে না। ফলে এয়ারশিপমেন্ট বা ডিসকাউন্টের মুখোমুখি হতে হবে।

বক্তারা আরো বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব আগামী কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে না এলে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আসন্ন দুই ঈদে বেতন-বোনাস নিয়ে বিরূপ প্রভাব পড়তে পারে। তাছাড়া চীনের বিকল্প হিসেবে বিদেশী বায়াররা আমাদের দিকে ঝুঁকছেন কিন্তু কাঁচামাল সংকটের কারণে আমরা সেই সুযোগ নিতে পারছি না।

এশিয়ায় গার্মেন্ট শিল্পে ছাঁটাই ও কারখানা বন্ধ বাড়ছে

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে কোয়ারান্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ঘটনায় চীনসংশ্লিষ্ট সরবরাহ শৃঙ্খল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এশিয়াজুড়ে কারখানা সাময়িক বন্ধ ও ছাঁটাই এরই মধ্যে মহাদেশটির স্বল্প মজুরির শ্রমিকদের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। খবর রয়টার্স। হান্টার মিয়ানমার অ্যাপারেল কোম্পানিতে কর্মরত ছিলেন ৩১ বছর বয়সী আয়ে সু থান। মাত্র দুই সপ্তাহ আগে আকস্মিকভাবেই কোম্পানির ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। মাসে ১৩০ ডলার আয় করা পাঁচ মাসের গর্ভবতী আয়ে সু থান জানান, কোম্পানি কারণ হিসেবে জানিয়েছে, তাদের কাছে কোনো কার্যাদেশ নেই, কোনো বায়ার নেই। ভাইরাসের কারণে তারা কারখানা বন্ধ করে দেবে বলে জানিয়েছে। উল্লেখ্য, ইতালির একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদন করত কোম্পানিটি। ছাঁটাইয়ের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানি থেকে ৩২০ ডলার পেয়েছেন আয়ে সু থান। চাকরি চলে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আয়ে সু থান জানেন না এখন কী করবেন; কারণ এ মুহূর্তে কোথাও চাকরি পাওয়া সহজ নয়। এশিয়ার বহু অঞ্চলেই এ ধরনের দুঃখজনক ঘটনা একের পর এক ঘটছে। বিশেষ করে মহাদেশটির ২৯ হাজার কোটি ডলারের বস্ত্র শিল্প ব্যাপক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনায় জর্জরিত। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুসারে, ২০১৫ সালে বিশ্বের ৬০ শতাংশ তৈরি পোশাক, বস্ত্র ও জুতা শিল্পে অবদান রেখেছে এশিয়া। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোয়ারান্টাইনের ফলে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, এতে নিম্ন মজুরির শ্রমিকরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছেন। মহামারী বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকেই বিপর্যস্ত করে তুলেছে। ইউনিক্লো থেকে শুরু করে এডিডাসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিশ্বব্যাপী সরবরাহকারীদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং চীনে তৈরি উৎপাদন শূন্যতা পূরণে ব্র্যান্ডগুলো চাইলে দেশটির বাইরে উৎপাদন সরিয়ে নিতে পারে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অ্যাপারেল ও টেক্সটাইল ম্যানুফ্যাকচারার চীন। এখন পর্যন্ত পোশক শিল্পের সোর্সিংগুলো ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কারখানাগুলো গভীরভাবে চীনের ওপর নির্ভরশীল; বিশেষ করে কাপড়, বোতাম ও জিপারের মতো পণ্য সরবরাহের শীর্ষ উৎস দেশটি। সরবরাহ শৃঙ্খল ব্যাঘাতের কারণে এরই মধ্যে ১০টি কারখানা কার্যক্রম বন্ধের আবেদন জানিয়েছে বলে চলতি সপ্তাহে কম্বোডিয়া জানিয়েছে। প্রায় তিন হাজার শ্রমিকের আংশিক বেতন-ভাতা পরিশোধ করতে পারে প্রতিষ্ঠানগুলো। ভাইরাসের কারণে চলতি মাসে মোট ২০০ কারখানা উৎপাদন বন্ধ বা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। এতে প্রায় এক লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, ৭০০ কোটি ডলারের বস্ত্র খাত কম্বোডিয়ায় কর্মসংস্থানের বৃহত্তম উৎস। খাতটিতে সাড়ে আট লাখের বেশি শ্রমিক রয়েছেন। অন্যদিকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং শিল্প রয়েছে বাংলাদেশে। দেশটিতে কারখানাগুলো এখনো সচল থাকলেও ক্রমে উদ্বেগ বাড়ছে। দেশটির অর্থনীতির অন্যতম ভিত্তি তৈরি পোশাক শিল্প। প্রতিবেশী মিয়ানমারে তুলনামূলক ক্ষুদ্র শিল্পটি অনেক বেশি চীননির্ভর। মিয়ানমার গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, সংকট অব্যাহত থাকলে চলতি মাস নাগাদ দেশের ৫০০ কারখানার অর্ধেকই বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমারে আসা প্রায় ৯০ শতাংশ ফ্যাব্রিকস সরবরাহ করে চীন। মিয়ানমারে এখন পর্যন্ত ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে ভাইরাসের বিস্তার রোধে স্থলসীমান্ত বন্ধের পদক্ষেপ সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। নভেল করোনাভাইরাস সংকট দীর্ঘস্থায়ী হলে শেষ পর্যন্ত খুচরা বিক্রেতাগুলোকে পোশাক সংকটে পড়তে হতে পারে। তবে সুইডিশ ফ্যাশন জায়ান্ট এইচঅ্যান্ডএম জানিয়েছে, এ মুহূর্তে ভাইরাসের কারণে সরবরাহে বড় ধরনের কোনো দেরি দেখা যায়নি। এদিকে ফ্যাব্রিক থেকে শুরু করে বোতাম ও জিপার পর্যন্ত পোশাক শিল্পসংশ্লিষ্ট সব ধরনের পণ্যের বিকল্প সরবরাহকারক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে ম্যানুফ্যাকচারাররা। কাঁচামালের বিকল্প সরবরাহকারক হিসেবে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের কথা ভাবা হচ্ছে। তবে এতে ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রফতানিকারকরা।

ইডিএফ থেকে আরও বেশি ঋণ পাবেন নিট পোশাক মালিকরা

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নিট পোশাক প্রস্তুত ও  রপ্তানিকারকরা আরও বেশি ঋণ পাবেন।

এতোদিন এই তহবিল থেকে ১ কোটি ৫০ লাখ ( ১৫ মিলিয়ন) ডলার ঋণ পেতেন তারা। এখন ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পাবেন। মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলঅর জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা এখন থেকে ইডিএফ থেকে কাঁচামাল ও যন্ত্রাংশ সংগ্রহের জন্য ২ কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হবে। এতোদিন বিকেএমইএ’র একজন সদস্য এই তহবিল থেকে দেড় কোটি ডলার পর্যন্ত ঋণ পেতেন। বিকেএমইএ’র আবেদনের পরিপেক্ষিতে এই ঋণসীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা। গত ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে দেওয়া এক চিঠিতে বিকেএমইএ জানায়, ২০১৮ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যদের জন্য ইডিএফ থেকে ঋণ নেওয়ার সীমা ২ কোটি থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়েছে। “আমরাও আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ চাই।” রপ্তানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে ইডিএফ চালু করা হয়। বর্তমানে এই তহবিলের আকার ৩৫০ কোটি (৩.৫ বিলিয়ন) ডলার।

Investments in Ethiopia: Threat or opportunity for Bangladesh RMG?

Everybody falls curiously silent whenever the topic comes up in private discussions in any happenchance, because it is never raised as a structured topic – what Bangladeshi garment manufacturers are doing in Africa. Answers are often vague and elusive although a handful of entrepreneurs have been trying their luck for over a decade in that continent, mainly in Ethiopia and Kenya. But from their titbits of information, it can be gathered that they are not really doing anything worth mentioning and for various reasons. But then, why are they sticking to those faraway places? The Bangladeshi investors were allured to Africa for two reasons – grabbing the opportunity of duty-free access to the US market under the African Growth and Opportunity Act (AGOA) and secondly, many buyers such as H&M wanted diversification of their sourcing because they thought overwhelming dependence on China and Bangladesh is not wise for business. Under the AGOA policy, African cotton apparel products get a 20 percent duty waiver while non-cotton products get 30 percent. Besides the US, they are also getting the same kind of preferences in the European Union market under the policy known as “Anything but Arms”. Moreover, Ethiopia’s bold social reformation under the leadership of Nobel laureate Abiy Ahmed has opened a new chapter for the economic growth in the country. Ethiopia is attracting foreign direct investments (FDIs) for setting up units in their new industrial park and is offering a range of financial incentives to the manufacturers for the world’s popular apparel brands such as H&M, PVH (Calvin Klein, Izod and Tommy Hilfiger) etc. And yet, that ambition of turning Ethiopia into another garment hub of $30 billion by 2030 remains a pipedream with the country fetching a piffling $145 million from the apparel sector currently. One entrepreneur who has invested in Ethiopia told The Business Standard that his venture has not been promising as yet. “But we are trying. Maybe 10 years from now, Ethiopia’s garment sector will stand up,” he said. Their main problem is the workers who are very rigid in their jobs. “No matter whether we have to rush to meet a deadline, the workers will not do any extra time in the factory,” he said. “It is difficult to communicate with them. We are trying to overcome this by taking workers from Bangladesh.” Rubana Huq, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said, “According to the official data available on the International Trade Center  website (based on UN Comtrade calculation), Ethiopia’s garment export in 2017 was $68 million. “Now, having a vision of reaching $30 billion means that they have to grow their export by 60 percent a year for 13 years (counting from 2017), but in reality their annual average export growth during 2012-2017 was 13.5 percent. “Ethiopia’s garment export was 0.23 percent of Bangladesh’s in 2017. These figures substantiate the fact that Ethiopia is nowhere near Bangladesh as of today. However, we should not be complacent by these facts because global sourcing pattern is changing, customers are going for near-shoring and the emergence of online sales is creating more opportunities for smaller factories.” Bangladesh’s graduation from the Least Development Country (LDC) category may also lead to some sourcing shift and Ethiopia having the privileges of duty-free market access to the EU and the US could be a preferred sourcing market for many of the customers. “So, while Ethiopia is not an imminent threat to Bangladesh’s garment industry, the market will find its own direction down the stream if we cannot retain our own competitiveness,” Rubana said. With an average annual per capita income of $783, Ethiopia offers its workers the lowest wage. They pay only $26 a month. Because of rising labour costs at home and as the international quota system ended in China, Turkey, India, Sri Lanka, and Bangladesh, the strategic retailers are requesting the manufacturers of these countries to grab the opportunity to get access to the duty-free and low-interest financing market in Ethiopia. Sharif Zahir, managing director of Ananta Group, thinks investing in Ethiopia is an opportunity and every manufacturer needs to look at sourcing for growth. “A manufacturer can save 30 percent duty on export to the US from Ethiopia. In 2019, Bangladesh saw negative export growth in the RMG sector – the dominating contributor to the economy. And 86 percent export earnings come from this sector but if it sees negative growth, we need to look at alternative options as well,” he said. “Like other countries, Bangladesh also needs diversification. Devaluation is another issue. Other countries have depreciated their currency but Bangladesh has no plan to do so,” he added. About opportunity in Africa, Sharif said, “Kenya has grown more mature now. Ethiopia is new. Their efficiency is low, and so is the gain. But the nature of their work is similar to ours. The workers’ physical and work capability is more like us. But they are doing good in certain products – polyester knitwear, suit, PVH lead items, blouse, suits, lingerie etc. “Bangladesh will make profit there and the profit will be coming to our country. Also, we can create employment. We can recruit our skilled workforce in higher management there.” Sharif further said the government should approve exploring the market, of course, with transparency and accountability. “The Bangladesh Bank needs to relax regulations for offshore banking for the economic expansion of the country. Global competitors such as China, India, and Sri Lanka are investing there. It is time we caught the opportunity before losing it,” the businessman added. On the other hand, Dr Selim Raihan, one of the lead economists and executive director of the South Asian Network on Economic Modelling, thinks investment in Ethiopia is not a good sign for Bangladesh. He said, “Ethiopian garment industry is growing up. They are improving their regulations. This is not a good sign for a country like Bangladesh. If you achieve a certain degree of development, you can let your investors invest outside and bring the return back home. But Bangladesh is still at the lower end of the lower middle income country. “Not many days back, it met the criteria to graduate from LDC in 2024. To sustain the economy, we need investments from the private sector. At this stage, if the investment goes out of the country, it will not be good for us.” Also, some people concerned think the investment will open a path for money laundering, Selim added.

Infrastructural development

Ethiopia turned to China to finance their infrastructural development – road construction, airport expansion, and railway connection from Ethiopia’s capital Addis Ababa to the closest seaport in Djibouti.

Demographic dividend

Albeit Ethiopia does not have any legal mandate for minimum wages, they have minimum job requirements for the workers in the Hawassa Industrial Park. The workers must have completed eighth grade and be minimum 18 years old. Sixty percent of the country’s population are under the age of 25 at present.

Challenges

The labourers often fail to meet the deadline and it results in longer lead time. For low wages, often they go on strikes and stop coming to work which also hampers the efficiency and quality of work. The workers, mostly from agriculture background, do not understand the industrial code of conduct. They are provided with training but only a five-day training cannot change one’s behaviour, says a report by the Business and Human Rights Resource Centre. Ethiopia – an East African country known for poverty, ethnic unrest, drought and famine – ranked nine notches ahead of Bangladesh on the Doing Business Index 2020. It ranked 159th while Bangladesh was in the 168th position. Ethiopia may not be a threat to Bangladesh’s garment industry now, but what will happen after a decade remains the major concern. 

RMG BANGLADESH NEWS