Home Blog Page 845

Tannery shift faces treatment plant dilemma

tannery shift faces

However, the government is saying it cannot run the CEPT, built to treat waste from the leather industry at the Savar Tannery Estate, due to the shortage of waste. The two parties came up with the arguments at a discussion meeting titled “Relocation of Tanneries from Hazaribagh to Savar: How Far is it?” in Dhaka yesterday. Bangladesh Environmental Lawyers Association (BELA) organised the event with partner organisations, industry owners and government representatives. According to a paper presented by Prof Delwar Hossain of Bangladesh University of Engineering and Technology (BUET) Civil Engineering department, the treatment plant needed waste from at least 35 big factories to run. But as of last month only 11 tanneries had started processing in the estate. Sanjoy Kumar Talukdar, tannery owners consultant for the estate project, claimed that in most of the cases, there is no similarity with the real scenario of the industrial park. He said “There is no chrome recovery plant and salt treatment at the estate,” he said. Project Director Abdul Quayum on the other hand said: “We cannot run the two modules of CETP, although they are fully ready to go operational, due to shortage of waste.  We will be able to complete four modules of the CETP within next two months.” “The factory owners were supposed to establish their own ETPs. But the government is doing it with the public money for the sake of public welfare,” said Mubasshar Hussein, president of the Institute of Architects Bangladesh. “Your (factory owners) responsibility is to make people understand that your plants will not be harmful and will be environment friendly,” said Mubasshar, also an urban planner. Stressing on environmental hazards, Transparency International Bangladesh (TIB) Executive Director Iftekharuzzaman said: “We also have to realise that are we shifting Hazaribagh’s problems to Savar.” Representatives of Hazaribagh residents urged the government to take measures to ensure healthy environment in the area after the relocation is completed. Savar dwellers meanwhile urged the government and the factory owners to take measures to prevent air and environment pollution there. In response, Environment Minister Anwar Hossain Manju said that the technology used in the industrial park was highly efficient and state-of-the-art. He also assured that fund obtained from developed countries for environmental development would be used to prevent pollution. Md Mizanur Rahman, treasurer of Bangladesh Tanners Association, said: “We want to relocate and have already invested Tk1,500 crore. But it will take time as we got the plant from the government in December 2015 and its a lengthy process.” The Industries Ministry allocated plots to 155 tannery owners through the Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) in the Leather Industrial Park established on 200 acres of land in Savar. As per the agreement, the government was supposed to establish a CETP at the industrial park to ensure that the liquid wastes discharged by the tanners are treated before flowing into the nearby river. The government decided to transfer the tanneries from Hazaribagh amid pressure from local and international rights groups, environmental activists and buyers because of their hazardous effects on public health and environment, especially the Buriganga River.

BGMEA, Danish trade group tie up to improve garment productivity

bangladesh garment

A project was launched in the capital on Saturday to improve productivity and address social and environmental challenges in the country’s readymade garment (RMG) industry. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Danish Fashion and Textile Industry Associations will jointly run the DANIDA-funded project titled “Step Up Project in Bangladesh”. The project aims to build upon the already existing initiatives and focus on improving the business case of CSR (corporate social responsibility) and productivity in the small and medium factories producing apparel items for Danish buyers, organisers said. Head of CSR at Confederation of Danish Enterprise Morten Lehmann,  Head of CSR at Dansk Fashion and Textile Pia Odgaar,  Charge d’ Affaires at Danish Embassy in Dhaka Jakob Haugaard, BGMEA President Md Siddiqur Rahman, BGMEA vice presidents Faruque Hassan and Mohammed Nasir, were among others present at the event at a city hotel. Initially 10 local factories will be selected to conduct a baseline study of CSR and productivity performance, followed by providing necessary support to the factories to develop individual action plans for improving CSR and productivity. At the end of the project, BGMEA and Danish partners will disseminate the results and lessons learned from the project to all relevant parties. Speakers said Danish companies face strict demands of social and environmental responsibility from their customers. Through a strategic approach-merging productivity improvements and CSR-the project develops action plans and supports implementation of management systems, thus strengthening the business and bettering the bottom line, they added.

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার জন্য ৬৪ হাজার কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার জন্য ৬৪ হাজার কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার জন্য আগামী ৫ বছরের কৌশলপত্র ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০১৬ থেকে ২০২০ মেয়াদে এ কৌশলপত্রের আওতায় ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে সংস্থাটি। বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৮০ টাকা অনুযায়ী এর পরিমাণ ৬৪ হাজার কোটি টাকা। এর আগের পাঁচ বছরে প্রায় ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে ম্যানিলাভিত্তিক এ উন্নয়ন সহযোগী।

গতকাল বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরগুলোতে রেলের সক্ষমতা বাড়ানো, নেটওয়ার্ক বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর উন্নয়ন, ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়ন-সংক্রান্ত প্রকল্পে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন ও বিতরণ, আঞ্চলিক জ্বালানি বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উন্নয়ন, পানি ও নগর সেবা বাড়ানো, পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীল গ্রাম্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং দক্ষতার উন্নয়ন-সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে এ অর্থ খরচ করা হবে।

ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, এমডিজি অর্জনের মাধ্যমে দারিদ্র্য দূর করেছে ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। নতুন এ কৌশলপত্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন আয়ের উৎস তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও পল্লী উন্নয়নে একসঙ্গে কাজ করবে এডিবি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এডিবির ঋণের মধ্যে সহজ শর্তে ৫০০ কোটি ডলার ও কিছুটা কঠিন শর্তে ৩০০ কোটি ডলার দেওয়া হবে। আগামী ৫ বছরে বর্ধিত সহায়তা নিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২৩ আগস্ট সম্মতিপত্রে সই করেন তিনি। এডিবি উইংয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, দোহাজারী ঘেকে গুনদুম রেললাইন নির্মাণের মতো মেগা প্রকল্পে এডিবি বড় অঙ্কের অর্থ দিচ্ছে। আরও কয়েকটি প্রকল্প পাইপলাইনে আছে। এসব প্রকল্পে ৮০০ কোটি ডলারের বেশি অর্থ প্রয়োজন। এর বাইরে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে সংস্থাটির কাছ থেকে তা পাওয়া যাবে।

১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভের পর থেকে এ যাবৎ বাংলাদেশকে ১৬ বিলিয়ন ডলারের অধিক ঋণ দিয়েছে সংস্থাটি। এদিকে অপর উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকও সম্প্রতি বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার কৌশলপত্র ঘোষণা করেছে। বর্তমানে তিন বছর মেয়াদি কৌশলপত্রের আওতায় বাংলাদেশকে ৪০৩ কোটি ডলার সহায়তা দিচ্ছে সংস্থাটি। আর নতুন কৌশলপত্র অনুযায়ী অর্থাৎ, আগামী তিন বছরের (২০১৭-২০১৯ সাল পর্যন্ত) জন্য ৫০০ কোটি ডলার দেবে সংস্থাটি।

Labour inspection strategy in the pipeline

labour inspection strategy in the pipeline

Some 50 participants representing the government ministries and regulatory agencies, employers’ organisations, trade unions, brands and retailers, NGOS and development partners took part in the consultation, said ILO in a press release yesterday. The development of the strategy is an important step towards developing a credible and effective inspection system for Bangladesh. In his address at the inaugural session on the Draft National Labour Inspection Strategy, Mujibul Haque Chunnu, state minister for Labour and Employment, said: “The Department of Inspections for Factories and Establishments has undergone considerable improvement in recent years.” The labour inspection strategy will help set the direction for the next five years, he added. Its primary purpose is to improve Bangladesh’s current inspection system and the performance of its enforcement responsibilities consistent with international labour standards and national legislation. The strategy will focus on strategic priority areas and key measures to be undertaken over the next five years. In addition, it will help guide employers, worker organisations, buyers and foreign investors so they can better understand the labour inspection environment. During the consultation the need for the strategy to go beyond key export–oriented sectors was emphasised. Mikail Shipar, secretary to the Ministry of Labour and Employment, said: “While much importance has been placed on the RMG sector we must also seek to systematically widen the labour inspection process to other key industries as well as those operating in the domestic market.”

FBCCI calls for withdrawal of container-carrier strike

export

In a statement yesterday, the apex trade body said the ongoing strike has been affecting the export-related sectors, especially the garments, severely as over 8,000 container-carrying vehicles are not transporting import-export goods to and from Chittagong, reports BSS. Offloading of containers at Chittagong port has been hampering badly, it added. The FBCCI said as the container-carrying vehicles are not transporting any export products to the port. Most of the ships are going back empty which is not only affecting the export but also hampering the revenue collection. There will be a negative impact on the relations with buyers due to delay in the shipment of export items, it added. “The country’s export sector will face an image crisis if the strike is not withdrawn,” FBCCI said. The trade body requested the Shipping Ministry, Commerce Ministry, Chittagong City mayor, Chittagong Port Authority and law enforcement officials to take necessary steps for withdrawal of the strike to ensure smooth movement of export-import products of the country. Owners and workers of the vehicles went on indefinite strike on September 26, protesting what they said harassment by the staff members of the Road Transport and Highways Division on Dhaka-Chittagong highway. On August 17, the Road Transport and Highways Division fixed a limit for carrying goods and declared the amount of fines against overloaded vehicles in an effort to cut movement of overloaded vehicles. On August 23, the division started a drive in this regard, which was resisted by the workers. The drive started again on September 24. Many drivers refused to pay the fine.

Owners, workers not aware enough about workplace safety

workplace safety

State Minister for Labour and Employment Mujibul Haque said unawareness of factory owners and workers, unimplemented laws and regulations and limited resources of inspection authority are key barriers to factory inspection process. He came up with the observations at a workshop on ‘Draft National Labour Inspection Strategy’ organised by Labour and Employment Ministry in collaboration with International Labour Organisation (ILO) at a city hotel on Thursday. Mentioning that the owners and workers of different industries are not aware enough about workplace safety issues, he said, “No trade unions or labour leaders came to me with demand for ensuring workplace safety at their factory premises in last two years.” “We formulate strategies and laws, but it will not bring them into effect without awareness and cooperation of other stakeholders,” he added. The junior minister also instructed the Department of Inspection for Factories and Establishments (DIFE) to form committees at district level to make the factory owners and its workers aware about workplace safety issues before enforcement of labour inspection strategy. Speaking at the programme, DIFE Inspector General (IG) Syed Ahmed said apart from RMG sector, other high-risk industries should also get attention in labour inspection strategy. He said proper inspection policy will help Bangladesh achieve global labour standards. The labour and employment ministry has taken a move to frame the national inspection policy after the country’s worst-ever industrial catastrophe like Tazreen Fashions fire and Rana Plaza collapse that killed at least 1,249 garment workers. The ministry formed a committee headed by the DIFE IG to scrutinise the draft that has been prepared in association with ILO. It will be finalised by December 2016.

Buyers’ preference boosts demand for man-made fibre

buyers' preference boosts demand for man-made fibre

Use of man-made fiber is gradually increasing in the country’s readymade garment factories as demand from buyers for non-cotton apparels grows, industry insiders said. Such non-cotton yarn and fabric namely polyester and viscose are used in producing both knit and woven items, though they are largely used in knit items, especially for ladies items like lingerie, they said. Bangladesh imported 68,726 tonnes of polyester fibre in 2015, up from 51,729 tonnes in 2014, according to the Bangladesh Textile Mills Association (BTMA) data. The country also imported 29,542 tonnes of viscose fibre last year as against 18,846 tonnes the year earlier, the data showed. The import of polyester fibre stood at 42,229 tonnes, while viscose fibre imported 18,117 tonnes during the January to July period of 2016, according to the BTMA data. Fazlul Hoque, vice president of BTMA, said import of such man-made fibre has increased in recent years following the demands from buyers for apparel made of such non-cotton materials. Such garments are cheaper, but comfortable, fashionable and have shiny look, he explained. Mr Hoque, also managing director of Ishraq Textile Mills Ltd, said his unit used to produc cotton yarn spun by 200,000 spindles. “But now, 30,000 out of our total spindles now produce polyester fibre,” he said, adding a good number of local millers are also producing such raw materials. There are some 50 local textile mills that are currently producing non-cotton or man-made yarn and fabrics, according to the BTMA. Md Hatem, managing director of MB Knit Fashion, said polyester and viscose fibre are mostly used in making ladies items, especially lingerie. They are also used in manufacturing sportswear and T-shirts too, he said, adding the local demand for non-cotton yarn and fabric is mainly met through import, though some local textile millers are currently producing such fabric. Miran Ali, managing director of Remi Holdings Ltd, said one of their units located at Manikganj that produces jacket is fully dependent on man-made fibre for their production and they mainly import the raw materials. The demand for non-cotton items is gradually increasing worldwide, pushing apparel makers switching over producing apparel made of man-made fibre, Fazlul Hoque, a former president of Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), said. Bangladesh mainly produces cotton-based apparel products, but in recent times local makers are also producing apparel of non-cotton raw materials though the volume is not so large, he noted. Polyester is used to make most forms of clothing like shirts, running shorts, track pants, windbreakers, and lingerie, while viscose is used in accessories, blouses, dresses, jackets, lingerie, linings, millinery, slacks, sport shirts, sportswear, suits, tie and work clothes, according to industry insiders. Bangladesh fetched $235.83 million from exports of lingerie items under HS Code 621210 in fiscal year 2014-15, which was 95.16 million in FY 2010-11, according to data available with the BKMEA. The country earned $244.49 million from exports of lingerie under HS Code 61,0821 in fiscal 2014-15, which was $172.64 million in the fiscal 2010-11, the data showed.

Dutch minister: Growth in RMG sector hinges on transparency in supply chain

dutch minister

More transparency is needed in the supply chain for fair and sustainable sourcing of apparel goods so that everyone is benefitted, Lilianne Ploumen, minister for foreign trade and development cooperation of the Netherlands, said yesterday. With more transparency, all stakeholders in the supply chain, such as retailers, producers and workers, would be benefited equally, Ploumen said at a press conference in Dhaka. “Some companies are still cutting corners on the three Ps — people, planet and profit. We need to talk a lot about the Ps. Cutthroat competition on retail prices means that many brands are trying to cut the production costs.” Producers in Bangladesh have brought an expensive improvement to their factories but a study shows that retailers’ payments to the garment makers rose only 1 percent in 2015 compared with 2012, she said. “Clearly this is intolerable.” “Low prices of goods lead to unsustainable sourcing of goods. Unfortunately, this is in practice. I want to see a different purchasing practice,” she said. Everyone should count the working hours, realistic prices, and how much water is used in production, Ploumen said. It would be a decent business model if those are practised, and only then it would benefit all, she said. “Findings of the ILO and independent research show that long-term better working conditions do not increase costs.” After the Rana Plaza disaster in 2013, the government of Bangladesh, buyers, producers, the governments of the Netherlands and other countries and industries worked to improve the conditions of the garment industry here. “We have seen a lot of progress in the workplace safety in Bangladesh, minimum wage has been raised, recruitment of labour inspectors completed, inspections have been carried out in the garment factories,” Ploumen said. “We made a lot of improvement and we need to continue this improvement.” The prices of products have not been raised, although a lot of investment has been made to make the improvement, Ploumen said. The procurement process needs to be reorganised, because under the existing system a lot of orders are cancelled at the last moment or orders are needed to be produced in a very short time, she said. Ploumen praised the government’s efforts to combat terrorism after the recent terror attack in Dhaka that shocked the international communities and Bangladeshi people. “We have seen the government of Bangladesh together with international partners taking the accurate measures to ensure security.” “I think all of us can agree that terrorism is something that is needed to combat jointly, not one country can do it by itself.” “All of us are committed to working with the government and people of Bangladesh to stabilise the security situation and I think the government of Bangladesh has been doing and is doing its utmost giving a lot of efforts to make sure the security is established.” “A good business climate is defined in many factors, of course it’s about rule of law, it’s about workers conditions and workers’ rights,” she said. “I think the government of Bangladesh has been working on investment climate for a long time and we have seen economic growth of Bangladesh over the past years.” In terms of security, of course, many countries in the world also in the EU and in Europe, we are very concerned about radicalisation and terror attacks.” “Bangladesh and its international partners are working very hard to stablilise the situation and make sure there is the security not only for investors, but also for all citizens. I think in the past months or weeks many steps have been taken by the government of Bangladesh.” After the Rana Plaza, I think there was a wake-up call to the garment sector in Bangladesh and also the globe because many retailers and brands realised that this situation was unsustainable.” Bangladesh together with international partners like the ILO, other governments, buyers and the factory owners has made a lot of progress, she said. Bangladesh has two challenges in the garment sector: investing more in green technology and increasing the salaries of workers from the minimum wage to the living wage, she said. We have done a lot of work to improve workplace safety. A total of 3,700 garment factories have been inspected by the Accord, Alliance and government. Operations in only 39 factories were suspended,” Commerce Minister Tofail Ahmed said at the press meet. The government has also taken a lot of measures to tackle terrorist attacks, Ahmed said.Bangladesh’s exports were not hampered due to Holey Artisan attacks. Our exports have been growing,” the minister said. Many foreigners are now visiting Bangladesh with the return of normalcy in the country because of the strong security measures taken by the government, the minister said.

আর্থিক খাত নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা: সিপিডি

আর্থিক খাত নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা: সিপিডি

আর্থিক খাতের সেবা নিয়ে অসন্তুষ্ট দেশের ব্যবসায়ীরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সমীক্ষায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেছেন, ব্যাংক থেকে ঠিকমতো সেবা পাওয়া যাচ্ছে না। পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি অবকাঠামোয় ব্যাপক ঘাটতি রয়েছে। সুশাসনের অভাব এখনও বড় সমস্যা। আর নিরাপত্তা সমস্যা দিন দিন বড় হচ্ছে। তবে সামগ্রিক বিবেচনায় বেশিরভাগ ব্যবসায়ী চলতি ২০১৬ সালকে বিনিয়োগের ক্ষেত্রে আশাবাদী।

 

সিপিডি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষে ‘গ্গ্নোবাল কমপিটিটিভনেস রিপোর্ট-২০১৬-১৭’ এর জন্য এ জরিপ করে। গতকাল বুধবার গ্গ্নোবাল কমপিটিটিভনেস রিপোর্টের পাশাপাশি এই সমীক্ষার ফল প্রতিবেদন আকারে প্রকাশ করে সিপিডি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য গবেষক উপস্থিত ছিলেন।

 

অবকাঠামো, প্রযুক্তি, আর্থিক পরিবেশ, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ, অভ্যন্তরীণ প্রতিযোগিতা, ব্যবসা পরিচালনা ও উদ্ভাবন, নিরাপত্তা, সুশাসন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ে ব্যবসায়ীদের মতামত চাওয়া হয় জরিপে। দেশের ৮৯টি বড় ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়েছে।

জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের ৬৫ ভাগ মনে করেন, আর্থিক সেবার ব্যয় ব্যবসাকে বাধাগ্রস্ত করছে। আর্থিক খাতে পণ্য ও সেবা সীমিত। ব্যবসা শুরুর জন্য পুঁজি পাওয়া বেশ কষ্টকর। পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার বিষয়টি আগের মতো স্বাভাবিক নেই। ৭৪ ভাগ উত্তরদাতা মনে করেন পুঁজিবাজারের ইনসাইডার ট্রেডাররা সুবিধা পান। বাজারের দুর্বল পর্যবেক্ষণ এখনও উদ্বেগের কারণ। আগামী ১০ বছরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য যে ঝুঁকিগুলো ব্যবসায়ীরা দেখছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানি মূল্য। এত সমস্যার মধ্যেও ব্যবসায়ীরা মনে করছেন, ২০১৬ সাল বিনিয়োগ সহায়ক বছর হবে। কারণ রাজনৈতিক অস্থিরতা নেই, মূল্যস্ফীতি সহনশীলতার মধ্যে রয়েছে এবং অবকাঠামো খাতে কিছু দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যবসায়ীদের মতে বিদ্যুৎ খাত ছাড়া অবকাঠামো খাতে বিশেষ উন্নতি হয়নি। তারা বিদ্যুৎ খাত নিয়ে সন্তুষ্ট। তবে এ খাতের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় বিনিয়োগ চান তারা। আইসিটি খাতকেও ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন আইসিটি খাতে দক্ষতা বেড়েছে। তবে সড়ক, রেল, আকাশ ও নদীপথ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের অন্ত নেই। এসব বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন তারা। ব্যবসা ও বিনিয়োগে গতি বাড়াতে বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, কর সম্পর্কিত নীতি. ভ্যাট আইন, ভূমি সংস্কার ও কোম্পানি আইনে সংস্কার দরকার।

তিনি বলেন, ব্যবসায়ীরা মনে করেন অভ্যন্তরীণ প্রতিযোগিতায় বাজার উন্নত হচ্ছে। বিভিন্ন খাতে নতুন প্রতিযোগী আসছে বাজারে। তবে প্রতিযোগিতা বাড়লেও বড় কয়েকটি গ্রুপের হাতে বাজার দখলে রয়েছে। এজন্য প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করা প্রয়োজন বলে মত দিয়েছে সিপিডি।

সন্ত্রাস ও জঙ্গিবাদের তুলনায় অভ্যন্তরীণ সন্ত্রাস ও বেআইনি কর্মকাণ্ড ব্যবসাকে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সেবা নির্ভরযোগ্য নয়। যে কারণে ব্যবসায় নিরাপত্তা ঝুঁকি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুশাসন প্রশ্নে অধিকাংশ উত্তরদাতা বলেছেন, বাংলাদেশের দুর্বলতার অন্যতম বিষয় সুশাসনে ঘাটতি।

এসএমই ঋণে চার্জ নির্ধারণ করছে কেন্দ্রীয় ব্যাংক

এসএমই ঋণে চার্জ নির্ধারণ করছে কেন্দ্রীয় ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের ঋণ গ্রহণে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ব্যাংকভেদে এসএমই ঋণে মোট ১৪ ধরনের চার্জ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যাংক ৬টি বিষয়ের বাইরে চার্জ নিতে পারবে না। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এসব ক্ষেত্রে চার্জ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই এ বিষয়ে একটি সার্কুলার জারি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের কর্মকর্তারা জানান, বড় ঋণের তুলনায় রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ায় এমনিতেই ব্যাংকগুলো এসএমই ঋণে বেশি সুদ নিয়ে থাকে। এর বাইরে বিভিন্ন নামে বাড়তি চার্জ নেওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন গ্রাহক। এসব অভিযোগ যাচাই করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক দেখেছে, ব্যাংকভেদে ১৪টি নামে চার্জ নেওয়া হচ্ছে। তবে প্রত্যেক ব্যাংক সব ক্ষেত্রে চার্জ নিচ্ছে না। এমন প্রেক্ষাপটে চার্জ নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বোচ্চ ৬টি খাতে চার্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যে উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, ব্যাংকভেদে বর্তমানে যে ১৪ ধরনের চার্জ নেওয়া হয় তা হলো_ ঋণ আবেদন, ডকুমেন্টেশন, দ্রুত নিষ্পত্তিকরণ, সিআইবি, স্ট্যাম্প, লিগ্যাল অ্যান্ড ভ্যালুয়েশন, ঋণ প্রক্রিয়াকরণ, আংশিক নিষ্পত্তি, পুনঃতফসিল, মূল্যায়ন ফি, দেরিতে পরিশোধ, সার্ভিস চার্জ, সীমা বর্ধিতকরণ ও অন্যান্য নামে। তবে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ঋণ আবেদন, ডকুমেন্টেশন, দ্রুত নিষ্পত্তি, সিআইবি, স্ট্যাম্প ও লিগ্যাল অ্যান্ড ভ্যালুয়েশন_ এই ৬টি খাতে চার্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঋণ আবেদন ফি নেওয়া যাবে সর্বোচ্চ ২০০ টাকা। দ্রুত নিষ্পত্তি ফি বাবদ সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। এ ছাড়া অন্য ৪টি খাতে যা খরচ হবে তাই নিতে হবে। এর বাইরে অন্য কোনো চার্জ নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এসএমই ঋণে বাড়তি চার্জের বিষয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ এসেছে। এ ছাড়া উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনায়ও এ বিষয়টি উঠে এসেছে। গ্রাহকরা জানান, অন্য সব খাতের তুলনায় এমনিতেই এসএমই ঋণে বেশি সুদ দিতে হয়। তার ওপর বিভিন্ন নামে চার্জ কাটার ফলে সুদহার ব্যবসার খরচ অনেক বেড়ে যাচ্ছে। এমন ঘটনাও রয়েছে, দুই লাখ টাকা ঋণের জন্য বিভিন্ন চার্জ বাবদ ১২ হাজার টাকা কেটে রাখা হয়েছে। এমন প্রেক্ষাপটে চার্জ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, প্রতিটি ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোকে নির্ধারিত হারে সাধারণ সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। একটি সময় প্রতি একশ’ টাকা এসএমই ঋণের বিপরীতে এক টাকা সঞ্চিতি রাখতে হতো। তবে এসএমই ঋণ উৎসাহিত করতে বছর দুয়েক আগে তা কমিয়ে ২৫ পয়সা করা হয়েছে। তিনি জানান, ছোট ছোট ঋণের দেখভালের খরচ বেশি হওয়ায় এসএমই ঋণে সব সময়ই বেশি সুদ নিয়ে থাকে ব্যাংকগুলো।

RMG BANGLADESH NEWS