Home Blog Page 852

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে ছন্দপতন

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে ছন্দপতন

রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে দীর্ঘ সময় স্থবিরতার পর টানা এক বছরের বেশি সময় ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ছিল। তবে জুলাই মাসে এ ক্ষেত্রে ছন্দপতন হয়েছে। জুলাইতে প্রবৃদ্ধি কমে ১৫ দশমিক ৯৭ শতাংশে নেমে এসেছে। এর আগে টানা এক বছরের বেশি সময় ঋণ বেড়ে গত জুনে ১৬ দশমিক ৭৮ শতাংশে উঠেছিল। মূলত বিদেশ থেকে প্রচুর ঋণের অনুমোদন এবং আগে নেওয়া ঋণ সমন্বয়সহ বিভিন্ন কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে ছন্দপতন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, বেসরকারি খাতের উদ্যোক্তারা বিদেশ থেকে এখন প্রচুর ঋণ নিচ্ছেন। গত জুন পর্যন্ত বিদেশ থেকে স্বল্প মেয়াদে ৪৪৬ কোটি ডলারের ঋণ এসেছে। এর বাইরে গত ৬ বছরে দীর্ঘমেয়াদি প্রায় সাতশ’ কোটি ডলারের ঋণের অনুমোদন দিয়েছে বিনিয়োগ বোর্ড। এ ছাড়া মাত্র তিন মাসে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ চার হাজার ৭৭৬ কোটি টাকা বেড়ে ৩৮ হাজার ৮৭ কোটি টাকা হয়েছে। এসব ঋণও বিদেশি ঋণ হিসাবে বিবেচিত। পাশাপাশি আগে নেওয়া বড় কিছু ঋণ গত জুলাইতে সমন্বয় হয়েছে। পাশাপাশি ধারাবাহিকভাবে সুদহার কমার ফলে সুদের হিসাবায়ন কম হওয়ায় এমন হতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা। গত জুলাইতে ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১০ দশমিক ৩২ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ১১ দশমিক ৫৭ শতাংশ ছিল।

এ বিষয়ে এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ সমকালকে বলেন, সাময়িকভাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে দেখা গেলেও ঋণ চাহিদা বজায় আছে। তবে বিভিন্ন সময়ে বিতরণ হওয়া ঋণের বড় একটি অংশ হয়তো গত জুলাইতে সমন্বয় হয়েছে। এতে করে ঋণ প্রবৃদ্ধির ধারায় কিছুটা ছন্দপতন হয়ে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক অস্থিরতা, গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সংকটের কারণে দীর্ঘ সময় ধরে বেসরকারি খাতের উদ্যোক্তারা বিনিয়োগে তেমন আগ্রহ দেখাচ্ছিলেন না। এতে করে বড় একটি সময়জুড়ে বেসরকারি খাতের ঋণ বাড়ছিল খুব ধীরগতিতে। তখন কোনো মাসে প্রবৃদ্ধি বাড়লে পরের মাসে কমেছিল। তবে ২০১৫ সালের জুনের পর থেকে কোনো মাসে আর প্রবৃদ্ধি কমেনি। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ দশমিক ১৯ শতাংশ। এর পর থেকে ধারাবাহিকভাবে বেড়ে গত ডিসেম্বরে ঋণ প্রবৃদ্ধি হয় ১৪ দশমিক ১৯ শতাংশ। জুনে শেষে তা আরও বেড়ে ১৬ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। এর আগে একটি সময় অবশ্য প্রবৃদ্ধি অনেক বেশি হতো।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল সমকালকে বলেন, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাময়িকভাবে কমলেও ঋণ বিতরণ কমেনি। বিনিয়োগ চাহিদার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি বিদেশ থেকেও কম সুদের ঋণ নিচ্ছেন। প্রবৃদ্ধি কমে যাওয়ার ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে আগামী ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৬০ শতাংশ। আগের মুদ্রানীতিতে গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪ দশমিক ৮০ শতাংশ প্রাক্কলনের বিপরীতে এ পরিস্থিতি দাঁড়ায়।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সুদহার এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে ব্যাংকে আমানত রেখে গড়ে যে সুদ পাওয়া যাচ্ছে, গড় মূল্যস্ফীতির তুলনায় তা কম। গত জুলাইয়ে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। এ সুদহার ওই মাসের গড় মূল্যস্ফীতির (৫.৭৭ শতাংশ) নিচে নেমে আসায় এ হিসাবে ব্যাংকে টাকা রেখে প্রকৃতপক্ষে এখন আর কোনো আয় পাচ্ছেন না আমানতকারীরা।

২০ হাজার কোটি টাকার বিনিয়োগ আনছে সামিট: বিদ্যুৎ ও জ্বালানি খাত

২০ হাজার কোটি টাকার বিনিয়োগ আনছে সামিট: বিদ্যুৎ ও জ্বালানি খাত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন করে প্রায় ২৫০ কোটি ডলার বা প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সামিট গ্রুপ। আর তাতে ১৭ কোটি ৫৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার মূলধন বিনিয়োগ করছে একাধিক বিদেশি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রথম ধাপে বহুজাতিক কয়েকটি প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগের ১৬ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা দেশেও চলে এসেছে। সামিট গ্রুপের কর্ণধার ও চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান জানান, বাংলাদেশি একটি প্রতিষ্ঠানে বিদেশি কোনো প্রতিষ্ঠান প্রথমবারের মতো এত বিপুল অর্থ মূলধন হিসেবে বিনিয়োগ করেছে। বাংলাদেশে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।

জানা গেছে, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), আইএফসির মালিকানাধীন প্রতিষ্ঠান আইএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, দুবাইভিত্তিক ইমা পাওয়ার ইনভেস্টমেন্ট, আইডিবি (ইসলামি উন্নয়ন ব্যাংক) অবকাঠামো তহবিল, বাহরাইনের আসমা ক্যাপিটাল পার্টনার্স এবং ডেলিম এনার্জি সম্মিলিতভাবে এ বিনিয়োগ করেছে, যার সিংহভাগ এরই মধ্যে দেশে চলে এসেছে।

সামিট গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিঙ্গাপুরে নিবন্ধিত সামিটের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাওয়ার ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে এ বিনিয়োগ দেশে এসেছে। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সামিট গ্রুপ। নিজেদের সেই পুরোনো ব্যবসার সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে মূলধন সংগ্রহে সম্প্রতি সিঙ্গাপুরে নতুন করে গঠন করা হয় পাওয়ার ইন্টারন্যাশনাল। যেটির ৫০ শতাংশ মালিকানা হস্তান্তরের মাধ্যমে আইএফসিসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার মূলধন সংগ্রহ করা হয়।

জানা গেছে, সামিটের মালিকানাধীন পাওয়ার ইন্টারন্যাশনালকে সিঙ্গাপুরের শেয়ারবাজারে তালিকাভুক্তিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে দেশটিতে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে সাধারণ শেয়ারধারীদের কাছ থেকে আরও ৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৩৫০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন করে ২৫০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার বাকি অর্থের মধ্যে সামিট গ্রুপ ১০ কোটি ডলার এবং মূলধনের বিপরীতে প্রয়োজন অনুযায়ী বাকি অর্থ ‘ঋণ’ হিসেবে বিদেশ থেকে সংগ্রহ করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিনিয়োগের অর্থে চট্টগ্রামের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল এবং প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার তিনটি আলাদা আলাদা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। বিদ্যুৎকেন্দ্রগুলো হবে এলএনজিভিত্তিক। গত জানুয়ারিতে রাজধানীর র্যা ডিসন হোটেলে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তারই অংশ হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে মূলধন ও ঋণ সংগ্রহের মাধ্যমে প্রাথমিক জ্বালানি খাতে বিনিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে গত সোমবার প্রথম আলোকে জানান তিনি।

গত সোমবার মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে বেসরকারি খাত এখন অনেক শক্তিশালী ও আন্তর্জাতিক মানের। বড় ধরনের বিনিয়োগে যাওয়ার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা শুধু নিজস্ব মূলধনে। সামিট গ্রুপকে এ মূলধন জোগান দিচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী আইএফসিসহ বিশ্বখ্যাত আরও কয়েকটি প্রতিষ্ঠান।’ জানা গেছে, এলএনজিভিত্তিক নতুন যে তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেগুলোর প্রতিটির উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট। এসব বিদ্যুৎকেন্দ্র হবে নারায়ণগঞ্জের মেঘনাঘাট, চট্টগ্রাম ও কক্সবাজারের মহেশখালীতে।

মুহাম্মদ আজিজ খান বলেন, সরকারের দিক থেকে দ্রুত অনুমোদন পেলে দুই বছরের মধ্যে এলএনজি টার্মিনাল ও তিন বছরের মধ্যে প্রথম বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু করা যাবে। সব মিলিয়ে ২০২০ সালের মধ্যে এলএনজি টার্মিনাল ও তিনটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু করা যাবে বলে আশাবাদ তাঁর। সামিট গ্রুপের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, এলএনজি সরবরাহের সুবিধার্থে জাতীয় সরবরাহ লাইনের সঙ্গে সংযুক্ত হতে মহেশখালীতে নিজস্ব টার্মিনাল থেকে ১৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হবে। সেই পাইপলাইন দিয়ে এলএনজি সরবরাহ করা হবে নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে।

Over 21,000 visitors attend Collection Première Moscow

over 21,000 visitors attend collection première moscow

Over 21,000 visitors attended the 27th edition of CPM – Collection Première Moscow, which was held from August 31 to September 3, 2016, which saw participation from 990 brands. The highlight of the fashion trade show was the ‘Handmade in Russia’ zone at the centre of the Premium Hall, which attracted attention of several thousand visitors to the fair. According to the organisers, all stands were busy and optimism could be felt everywhere, showing that in Russia and the rest of Eastern Europe, fashion and lifestyle continue to be in great demand. Exhibitors from Turkey returned to the show through a country pavilion after a one-season absence, who however, signalled that they would double their exhibition space at the spring 2017 event. “Because we are always breaking new ground here, this time, we succeeded in bringing back trade visitors, who had not attended CPM in a long time,” project director Christian Kasch said. “Even major distribution agencies are returning to the market with new portfolios and capitalising on the inspiration and dynamism of our event,” he added. The next CPM – Collections Première Moscow will be held from February 20-23, 2017, which will see both national and international manufacturers showcasing their 2017/18 Autumn/Winter collections.

Chinese textile firm may invest $100mn in Indonesia

chinese textile firm may invest $100mn in indonesia

Jiangsu Dongqun Investment Holding, a China based textile and apparel manufacturer has articulated interest in investing $100 million to build and start a textile production facility in Indonesia. This was informed by Indonesian industry minister Airlangga Hartarto, after a meeting with Jiangsu Dongqun officials at their headquarters in China. According to the minister, he offered various options to the company to set up the factory, including the Kendal Industrial Park in Central Java, since the park has lots of land and also offers skilled labour. “We also persuaded them to partner with Indonesian companies, while being committed to boost textile industry prospects with tax holidays, subsidies and lower gas prices,” Airlangga said.

BNACWC inspects Narsingdi Hamid textile mills

bnacwc inspects narsingdi hamid textile mills

The Inspection Subcommittee of Bangladesh National Authority for Chemical Weapons Convention (BNACWC), Armed Forces Division (AFD), today inspected Hamid Fabrics Limited at Panchdona here, said a press release of Inter Services Public Relations (ISPR), reports the BSS. The aim of the inspection was to create general awareness in favour of production and uses of schedule chemicals for peaceful purpose as well as to implement Chemical Weapons (Prohibition) Act 2006, it said. The inspection team comprised of eight members including representative from Ministry of Foreign Affairs, Ministry of Defence, Ministry of Home Affairs, Ministry of Law, Justice and Parliamentary Affairs, Bangladesh Chemical Industries Corporation (BCIC), Federation of Bangladesh Chamber of Commerce and Industries (FBCCI) and Executive Cell of BNACWC, the release added.

Pakistan’s cotton price under pressure

Cotton

Cotton prices remained under pressure on Tuesday as slow activity in the yarn market discouraged spinners who generally preferred to stay away. However, global markets somewhat showed stability.As phutti (seed cotton) arrivals in Punjab have started, buying for Sindh-quality cotton has somewhat slowed down. Until last week, most Punjab spinners were meeting their cotton demand from Sindh, reports The Media.The Cotton Crop Assessment Committee in its first meeting held on Tuesday in Islamabad is reported to have placed cotton production estimates for the 2016-17 season at around 11.272 million bales.

$50b RMG Export Target by 2021: Investment in technology a must

rmg-factory-in-bangladesh

Besides, infrastructure bottle necks and capacity constraints, which are the threat to prosperity, needs to be removed to attract more investment in the industry, the life blood of the country’s economy. The observations came after an intense brainstorming panel discussion at a seminar on “Bastra Shilper Adhunikayan (Modernisation of Apparel Industry)” by ThreadSol, an innovative apparel software solutions provider in partnership with Independent TV, a leading private television channel, at the Radisson Blu Hotel in the city on Tuesday evening. The objective of the seminar is to iron out a solution for making the dream of earning additional US$22 billion from garment exports in next five years into a success. The panel is comprised of different sectors, including high government and non-government officials, banks, RMG industry, think tanks and IT officials. Senior Secretary to the Ministry of Commerce, Haydayetullah Al Mamun, Siddiqur Rahman, president of BGMEA, Nazneen Ahmed, Senior Research Fellow, BIDS, Showkat Aziz Russell, Chairman & Managing Director, Amber Denim and Mansij Ganguli, Co-founder & CEO ThreadSol were the discussants at the seminar. Mohammad Zahid Hossain, special affairs editor of Independent TV, moderated the panel discussion. Speaking on the occasion, the experts said globalisation is widely forcing textile producers to use technology that improves productivity through process improvement, product innovation and new worker skills and helps serve the customer more efficiently. Manasij Ganguli said intelloCut was developed to give manufacturers the edge to reduce their material wastage by using effective concepts of fabric utilisation and streamline cutting room processes while at the same time boosting profits by up to 60%. Investment in equipment and new technology will enable output per worker to increase and raise productivity and profitability, the panelist added that this will ultimately help achieve the goal of earning $50bn in exports within the next five-year. The panelists were also of the view that as the country has already enough manpower resource, technology is the only way to reach the goal by minimising the production cost and maximising the profit. Use of technology in Bangladesh garment industry is at a nascent stage, they pointed out and called for a full-blown intervention of technology down to unit or operator level to increase efficiency from production to distribution level. However, large scale manufacturers in the country are starting to look at global technology for their business. The panel noted that the country’s many RMG factories failed to reap the benefit of advanced technology because of the backdated technology use.

Dhaka keen to sign FTA, coastal shipping deal with Colombo

dhaka keen to sign fta, coastal shipping deal with colombo

Bangladesh is eager to sign a free trade agreement (FTA) and a coastal shipping deal with Sri Lanka and wants these to be finalised during the visit of the president of the island nation by the end of this year, officials said. Prime Minister Sheikh Hasina is learnt to have asked the Ministry of Shipping (MoS) and the Bangladesh High Commission in Colombo to complete all the required steps to this regard, they added. The directive came when newly appointed Bangladesh High Commissioner to Sri Lanka M Riaz Hamidullah met the Prime Minister before he left Dhaka for Colombo in July last. “I should mention that during my courtesy call on with the Prime Minister at the PMO, she categorically stressed early finalisation of both the free trade and the coastal shipping agreements,” Mr Hamidullah wrote in a recent letter to shipping secretary Ashoke Madhab Roy. “The PM further underlined the need for finalising the agreements by the time the Sri Lankan President pays the official visit to Dhaka by end of 2016. She clearly desires to have all the steps and texts completed and negotiated over the next new months,” he wrote. In April 2014, Bangladesh and Sri Lanka had agreed to sign a coastal shipping agreement aiming to boost bilateral trade and investment between the two countries. The two countries also agreed to form a Joint Study Group (JSG) comprising five members from each country to push forward the move. Sources said a draft of the coastal shipping agreement and the standard operating procedure (SOP) was prepared and exchanged between the two countries. The high commission officials are now working with the Sri Lankan side so that they could expedite their views/opinions on the draft agreement and its SOP. Since January this year, the Sri Lankan side has been asking the high commission to firm up the dates for the next shipping secretary level talks in Dhaka. The last meeting was held in Colombo. When contacted, a senior MoS official told the FE Wednesday the ministry has been working to finalise the draft of the coastal shipping agreement. He said the bilateral shipping secretary-level meeting may take place in October where the drafts of the SOP and the agreement will be discussed. A senior official at the ministry of commerce (MoC) told the FE the issue of signing a FTA with Sri Lanka was discussed at a recent meeting at the ministry of foreign affairs. He said the Bangladesh Tariff Commission (BTC) had studied pros and cons of signing the long-term bilateral deal but found it not beneficial for the country. Based on the study report, the MoC was not in favour of signing the FTA deal “However, we have asked the BTC for conducting further study. We will take a decision after getting the new report.” The official said interests of various groups are involved with the FTA. Specially, the interest of local industry is a major concern for FTA signing. “We have to take into consideration interests of all quarters before going for the deal.” The bilateral trade between the two countries is in favour of Sri Lanka. In fiscal year 2014-15, Bangladesh exported goods worth US$26.8 million to Sri Lanka while it imported goods worth $66.65 million from the island nation. Bangladesh mainly exports woven garments, knitwear, home textile, agri-products, frozen food, leather and leather goods, footwear, raw jute, jute goods, and bicycle to Sri Lanka. The major imports from the country include live animals, animal products, vegetable products, animal or vegetable fats and oils, prepared foodstuffs, mineral products, and plastics and rubber articles.

CCCI for continued cargo handling during Eid

ccci

Trade body leaders have urged the authority concerned to continue cargo handling and delivery activities in the Chittagong port during the upcoming Eid-ul-Azha. In an urgent letter to the chairman of the National Board of Revenue (NBR) Md Nojibur Rahman, the president of Chittagong Chamber of Commerce and Industry (CCCI) Mahbubul Alam made the request. He said that the Chittagong Port handles over 92 per cent of the country’s total sea-borne trade.

RMG BANGLADESH NEWS