Home বাংলা নিউজ নকল পণ্যের ব্যাপারে চীনের কাছে অভিযোগ ভারতের

নকল পণ্যের ব্যাপারে চীনের কাছে অভিযোগ ভারতের

নকল পণ্যের ব্যাপারে চীনের কাছে অভিযোগ ভারতের

নকল চীনা পণ্যের কারণে ভারতের বেশ কয়েকটি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। নটরাজ, রেমন্ড, জেকে ফাইলস অ্যান্ড টুলস, ফেভিকল, ওনিডা, গোদরেজ, বোরোপ্লাস ও ডাবুরসহ জনপ্রিয় কয়েকটি আগরবাতি ব্র্যান্ড এ অভিযোগ জানিয়েছে। ভারতীয় দূতাবাস এরই মধ্যে কোম্পানিগুলোর অভিযোগ চীনের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। খবর ইকোনমিক টাইমস।

সোমবার লোকসভায় একটি লিখিত জবাবে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, কয়েকটি অভিযোগের ব্যাপারে চীনা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। তারা ভারতীয় কোম্পানিগুলোকে স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটর ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অব চায়নার অধীনস্থ ট্রেডমার্ক অফিসে নিবন্ধন করার অনুমোদন দিয়েছে। তবে সরকার বা ভারতীয় দূতাবাস নয়, ট্রেডমার্ক নিবন্ধন ও এর সুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকেই উদ্যোগ নিতে হবে। চীনের বিদ্যমান আইন অনুযায়ী, ট্রেডমার্ক ও কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পৃথক মামলা নথিভুক্ত করতে হয়। এক্ষেত্রে তারা আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারে।