Home Bangla Recent উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে বসছে ডেনিম মেলা

উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে বসছে ডেনিম মেলা

bd denim products gain popularity globally

ক্রেতা এবং ভোক্তার কাছে পোশাক উত্পাদন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে ঢাকায় বসছে ডেনিম মেলা। ডেনিমের উত্পাদন স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা আনয়নের বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হবে বাংলাদেশ ডেনিম এক্সপোর সপ্তম সংস্করণে। আগামী ৮ এবং ৯ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বিশ্বমানের এই বৃহত্ ডেনিম প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ডেনিম এক্সপোর পক্ষ থেকে বলা হয়, বস্ত্র ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনয়নের দাবিটি বিশ্বব্যাপী ক্রমাগত জোরালো হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশ ডেনিম এক্সপোর আসন্ন সংস্করণের মূল প্রতিপাদ্য হবে এই শিল্পের ‘স্বচ্ছতার’ বিষয়টি, যা মেলার বিভিন্ন কার্যক্রমে প্রতিফলিত হবে, যাতে সবাই পোশাক উত্পাদন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে পারেন। মেলার আয়োজকদের মতে, তুলা উত্পাদন থেকে শুরু করে কাপড়ে রঙ দেওয়া, সেলাই করা ইত্যাদির পেছনে কার কার ভূমিকা রয়েছে তা সম্পর্কে পরিষ্কার চিত্র তুলে ধরার অর্থই হচ্ছে ‘স্বচ্ছতা’। পোশাক উত্পাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যখন স্বচ্ছতার সঙ্গে কাজ করে তখন তা সাপ্লাই চেইনের মধ্যে এবং জনগণের কাছে তাদের উন্মুক্ততা, যোগাযোগ এবং দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তাফিজ উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মিলনমেলা হিসেবে গড়ার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ ডেনিম এক্সপোর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইনের জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ মেলা আয়োজনের উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here